Natasha Diddee Death: অকালে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার, মাত্র ৫০-এ সব শেষ! শোকের ছায়া নেটদুনিয়ায়
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Natasha Diddee Death: আবারও একটা খারাপ খবর৷ অকালে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার নাতাশা দিদ্দি৷ সকলের কাছে যিনি দ্য গুটলেস ফুডি নামে পরিচিত ছিলেন৷ ২৪ মার্চ, রবিবার আচমকাই প্রয়াত হলেন নাতাশা দিদ্দি৷ I
পুণে: আবারও একটা খারাপ খবর৷ অকালে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার নাতাশা দিদ্দি৷ সকলের কাছে যিনি দ্য গুটলেস ফুডি নামে পরিচিত ছিলেন৷ ২৪ মার্চ, রবিবার আচমকাই প্রয়াত হলেন নাতাশা দিদ্দি৷ মৃত্যুকালে মাত্র বয়স হয়েছিল ৫০ বছর
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি৷ নাতাশার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর স্বামী৷ ইনস্টাগ্রামে তিনি লেখেন- অত্যন্ত বেদনাদায়ক একটা খবর,অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার স্ত্রী নাতাশা দিদ্দি ওরফে দ্য গুটলেস ফুডি আর নেই৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
আরও পড়ুন- চমকে দেওয়া খবর! জনপ্রিয় বাঙালি পরিচালকের হাত ধরে সিনেমায় নামছেন উরফি জাভেদ! নাম শুনলে আঁতকে উঠবেন
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নাতাশা৷ বহু বছর আগেই পাকস্থলীতে টিউমার হয়েছিল৷ যার কারণে তা পাকস্থলী কেটে বাদ দেওয়া হয়েছিল ১২ বছর আগেই৷ দীর্ঘ এত বছর পাকস্থলী ছাড়াই বেঁচেছিলেন নাতাশা৷ তবে সম্প্রতি বমিভাব, ডায়রিয়া, মাথা ঘোরা, ক্লান্তির মতো সমস্যায় ভুগছিলেন তিনি৷ অবশেষে আর শেষরক্ষা হল না৷ অকালে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার৷ পেশায় বাবুর্চি শেফ নাতাশার স্বামী জানিয়েছেন, দ্য গুটলেস ফুডি-অ্যাকাউন্টটি ডিলিট করা হবে না৷ কারণ তাঁর এই অ্যাকাউন্টে করা বিভিন্ন পোস্ট দেখতে বারেবারে ফিরে আসেন অনুসরণকারীরা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2024 4:26 PM IST