তিনিই তো রাজা! আশা ভোঁসলের দিকে বাড়ালেন সাহায্যের হাত, বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জয়জয়কার শাহরুখেরই

Last Updated:

তাঁর প্রশংসায় মুখর ভক্তরা বলছেন, “তিনি তো আসলেই বাদশা!”

গত রবিবার গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তখন লড়াই করছে ভারত-অস্ট্রেলিয়া। আপামর ভারতবাসীর টানটান উত্তেজনা যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে চরম হতাশায়। তবে এরই মাঝে মন জয় করে নিয়েছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তাঁর প্রশংসায় মুখর ভক্তরা বলছেন, তিনি তো আসলেই বাদশা!
নরেন্দ্র মোদি স্টেডিয়াম তখন কানায় কানায় পরিপূর্ণ। রবিবার প্রায় ১ লক্ষ ক্রিকেটপ্রেমীর সমাগম ঘটেছিল সেখানে। বাদ যাননি সেলিব্রিটিরাও। উপস্থিত ছিলেন বি-টাউনের দুই কিংবদন্তী তারকাও – অভিনেতা শাহরুখ খান এবং প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলে। মাঠে ম্যাচ চলাকালীন তাঁদের একটি মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে বর্ষীয়ান গায়িকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায় বলিউড বাদশাকে। সেই মুহূর্তের ভিডিও-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
এক্স (পূর্বে ট্যুইটার) প্ল্যাটফর্মে এক ভক্ত এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আশা ভোঁসলের হাত থেকে একটি খালি কাপ নিয়ে সেটি সহায়কদের হাতে তুলে দেন শাহরুখ। এখানেই শেষ নয়, বর্ষীয়ান ওই গায়িকাকে তিনি প্রশ্ন করেন যে, তাঁর (আশা ভোঁসলে) আর কিছু লাগবে কি না! আশা ভোঁসলেও মাথা নেড়ে জানান যে, তাঁর আর কিছু লাগবে না। প্রসঙ্গত ম্যাচ দেখার জন্য আশা ভোঁসলে এবং জয় শাহের মাঝে বসেছিলেন কিং খান। তাঁর এহেন আচরণ ভক্তদের মন জয় করে নেয়।
advertisement
advertisement
এক নেটিজেন লিখেছেন, “গুরুজনদের প্রতি শাহরুখ খানের অটুট শ্রদ্ধা সত্যিই হৃদয়স্পর্শী। আর মনে করিয়ে দেওয়া ভাল যে, সাফল্য কিন্তু শুধুমাত্র কৃতিত্বের মাধ্যমে পরিমাপ করা যায় না, এর পাশাপাশি আমাদের মধ্যে থাকা মূল্যবোধের মাধ্যমেও তা পরিমাপ করা সম্ভব।” আবার আর একজনের মন্তব্য, “উনি সত্যিই বাদশা।” তৃতীয় নেটিজেনের বক্তব্য, “হে ঈশ্বর! তিনি বিশ্বের সবথেকে নম্র সুপারস্টার। এরকমটা একেবারেই দেখা যায় না আর পরেও দেখা যাবে না। একটা বিস্ময়! ঈশ্বর কী দিয়ে যে তাঁকে গড়েছেন!” এক ভক্ত আবার লিখেছেন, “এসআরকে-কে ভালবাসার আরও একটা কারণ। গুরুজন এবং মহিলাদের কখনওই অসম্মান করা উচিত নয়।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
তিনিই তো রাজা! আশা ভোঁসলের দিকে বাড়ালেন সাহায্যের হাত, বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জয়জয়কার শাহরুখেরই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement