Iman Chakraborty: 'পাতে না দেওয়ার মতো...', শিল্পী হিসেবে খুশি নন! কারণ জানিয়ে বিস্ফোরক ইমন

Last Updated:

Iman Chakraborty শিল্পী হিসেবে ইমন খুশি নন কেন? নিউজ18 বাংলার লাইভ অনুষ্ঠানে সেই প্রশ্নেরই উত্তর দিলেন 'তুমি যাকে ভালবাসো'-র গায়িকা।

শিল্পী হিসেবে কেন খুশি নন ইমন
শিল্পী হিসেবে কেন খুশি নন ইমন
কলকাতা: রাখঢাক করে কথা তিনি আগাগোড়াই বলেন না। যা মনে, মুখেও তাই। ২০১৬ সালে ইমন চক্রবর্তীর ঝুলিতে আসে জাতীয় পুরস্কার। বলা হয়, তিনি যাতেই হাত দেন, সোনা ফলে। একের পর এক হিট গান গেয়ে ইতিমধ্যেই পায়ের তলার মাটি শক্ত করেছেন ইমন। কিন্তু তার পরেও শিল্পী হিসেবে তিনি খুশি নন কেন? নিউজ18 বাংলার লাইভ অনুষ্ঠানে সেই প্রশ্নেরই উত্তর দিলেন 'তুমি যাকে ভালবাসো'-র গায়িকা।
ইমন বলেন, "যদি অ্যাওয়ার্ড পাওয়ার কথা বলা হয়, তবে অ্যাওয়ার্ডের ঝুলি কিন্তু আমার বেশ ভারি। কিন্তু একজন সঙ্গীতশিল্পী বা পারফর্মার হিসেবে আমি অনেকটাই পিছিয়ে। আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে।"
advertisement
advertisement
কেরিয়ারের শুরুর দিকেই আসে জাতীয় পুরস্কার। ইমনের ঝুলিতে হিট গানের সংখ্যাও নিছক কম নয়। রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় তাঁকে। তবে গায়িকা মনে করেন, এখনও তাঁর অনেকটা পথ চলা বাকি।
ইমনের কথায়, "আমাকে এখনও অনেক ভাল গান গাইতে হবে। একটা অনেক বড় দায়িত্ব আমার কাঁধে রয়েছে। শুধু আমার কাঁধে নয়। আমরা যারা পারফর্ম করছি, যারা ফ্রন্টলাইনে এসে গানবাজনা করছি, তাদের কাঁধে একটা গুরুদায়িত্ব আছে। স্বর্ণযুগ কেউ না বলুক, পাতে না দেওয়ার মতোও যাতে কেউ না বলে। সেই লড়াইটা এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমাকে করে যেতে হবে।"
বাংলা খবর/ খবর/বিনোদন/
Iman Chakraborty: 'পাতে না দেওয়ার মতো...', শিল্পী হিসেবে খুশি নন! কারণ জানিয়ে বিস্ফোরক ইমন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement