কেকে-র হৃদয়ের স্পন্দন অনেক শিশুর মনে ধ্বনিত হবে এক 'হৃদয়া'র উদ্যোগে
- Published by:Raima Chakraborty
Last Updated:
অনগ্রসর শিশুদের জন্য নিখরচায় হার্ট সার্জারির কাজ হয়ে আসছে এই উদ্যোগের মাধ্যমে বেশ কিছু বছর ধরে।
#কলকাতা: অনগ্রসর শিশুদের হার্ট সার্জারির পাশে থাকলেন কেকে একটু খোলসা করে বলা যাক। 'হৃদয়া' রোটারি ক্লাব অফ ওল্ড সিটি-এর এ এক অনন্য সাধারণ উদ্যোগ। অনগ্রসর শিশুদের জন্য নিখরচায় হার্ট সার্জারির কাজ হয়ে আসছে এই উদ্যোগের মাধ্যমে বেশ কিছু বছর ধরে।
এখনও পর্যন্ত ৪৪ জন বাচ্চার সফল অস্ত্রপোচার করা হয়েছে। ভবিষ্যতে আরও শিশুদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা আছে এই সংস্থার। পাশাপাশি আয়োজন করা হয় "ড্রাইভ হৃদয়া" যেখানে শহরের পথে নামে গাড়ির ঢল, উদ্যেশ্য সেই অনগ্রসর শিশুদের হৃদয়ের অসুখ অস্ত্রপোচার দ্বারা সারিয়ে তোলা।
আরও পড়ুন: গোয়ালঘরে টর্চ মারতেই জ্বলজ্বল করছে চোখ, উদ্ধার রক্তাক্ত চিতাবাঘ!
আগামী ২২ অগাস্ট ইজেডসিসি মঞ্চে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-এর সহযোগিতায় "ট্রিবিউট টু কেকে" অনুষ্ঠিত হতে চলেছে। ২৩ অগাস্ট কেকে এর জন্মদিন। এই প্রথম জন্মদিন যেখানে শিল্পী সশরীরে অনুপস্থিত। কিন্তু তাঁর গান, সৃষ্টি রয়ে গিয়েছে। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে শিল্পী প্রয়াত হন। সারা দেশে খবরটা ছড়িয়ে পড়তে বেশ আলোড়ন সৃষ্টি হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে CBI হানা, 'স্বাগত' ট্যুইট কেজরির
এই শহরেই তাঁর জীবনের শেষ কনসার্ট এর সাক্ষী হয়ে রইল। তাই হৃদয়ের অসুখের কথা বলতে, হৃদয়ার এই বিশেষ নিবেদন। এরকম আরো শিশুর যেন অকালে চলে যেতে না হয়, হৃদয়কে সুস্থ করে তোলার এই প্রচেষ্টায় শারীরিক ভাবে চলে গিয়েও যেন এমন অনেক অভাবী পরিবারের পাশে থাকলেন কেকে, তাঁরই সৃষ্টিতে। তাঁর হৃদযন্র থেমে গেলেও এমন অনেক মনে তাঁর উপস্থিতি ধরা দেবে।
advertisement
কেকে-এর স্মরণে এই অনুষ্ঠানে গান গাইবেন উষা উত্থুপ, সপ্তক, দেবজিৎ, দুর্নিবার, গৌরব, শোভন,নীহারিকা, জয় এর মতো বিশিষ্ট শিল্পীরা। টিকিট থেকে প্রাপ্ত অর্থে হবে অভাবী শিশুদের হার্ট সার্জারি।কেকে এর জন্মদিনে তাঁর মতো বিশিষ্ট শিল্পীকে শ্রদ্ধা জানানোর এর থেকে ভালো উদ্যোগ আর কি হতে পারে। কেকে-এর হৃদয়ের স্পন্দন অনেক শিশুর মনে ধ্বনিত হোক এটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2022 12:40 PM IST