স্বামীর সঙ্গে রঙ খেলার সময়েই তুমুল ঝগড়া! অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈনের ভিডিও ভাইরাল

Last Updated:

দোলের দিনের এমন এক ভিডিও আপলোড করলেন অঙ্কিতা লোখন্ডে যা ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে যায়৷

Holi 2022: ankita lokhande allegedly get mad at husband vicky jain in holi party netizens jokes yeh toh gaya
Holi 2022: ankita lokhande allegedly get mad at husband vicky jain in holi party netizens jokes yeh toh gaya
#মুম্বই:  অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande)  এবং ভিকি জৈন  (Vicky Jain) টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচেয়ে মিষ্টি দম্পতির মধ্যে অন্যতম৷ সোশ্যাল মিডিয়াতেও তাঁদের প্রেমে মাখো মাখো ছবি হামেশাই দেখা যায়৷ তাঁদের প্রেম নিয়ে নেটিজেনরাও খুশি৷ কিন্তু দোলের দিনের এমন এক ভিডিও আপলোড করলেন অঙ্কিতা লোখন্ডে যা ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে যায়৷ এই ভিডিও ছিল অঙ্কিতা ও ভিকির হোলি খেলার৷ এই ভিডিও দেখে চিন্তায় পড়ে যান নেটিজেন ফ্যানরা৷ এই ভিডিও অঙ্কিতা ও ভিকি জৈন হোলি পার্টি করছিলেন৷ এই পার্টিতে করণ কুন্দ্রা, একতা কাপুর, তেজস্বী প্রকাশ, অনিতা হসনন্দানি, আলি গনির মতো টিভি স্টাররা৷ এই পার্টির একাধিক ভিডিও ইন্টারনেটে ছেয়ে রয়েছে৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে নিজের স্বামীর সঙ্গে দেখা যাচ্ছে ভিকি জৈনকে৷ সেখানে বেশ কিছু জায়গায় তাঁদের হোলির আনন্দ ভাগ করে নিতে দেখা যায়৷ কিন্তু এরমধ্যে হঠাৎ করেই নিজের স্বামী ভিকি জৈনের ওপর রেগে ওঠেন অঙ্কিতা লোখন্ডে৷ রেগেমেগে কথা বলতে দেখা যায় , পাশাপাশি দেখা যায় ভিকি তাঁর কাঁধে হাত রেখে তাঁকে শান্ত করার চেষ্টা করছেন৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হিল্লোল তুলেছে৷
advertisement
advertisement
advertisement
কিছু মানুষ অঙ্কিতার রাগ নিয়ে ভিকি জৈনকে কথা শুনিয়েছেন৷ যাতে এই দুই লাভবার্ড দম্পতির ঝগড়ার ভিডিও দেখে কমেন্ট করেন যে কেন তাঁরা ঝগড়া করছেন৷ এমনকি দুজনের মধ্যে সবকিছু ঠিক আছে কিনা সেটাও জিজ্ঞাসা করেছেন অনেকেই৷
advertisement
এদিকে অঙ্কিতা লোখন্ডের ফ্যান পেজ থেকে এই ভিডিও শেয়ার হয়ে গিয়েছিল৷ পরে অবশ্য ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এই ভিডিও৷ পরে অবশ্য এই ভিডিও ডিলিট করে দেওয়া হয়৷
অন্যদিকে অঙ্কিতা লোখন্ডে হোলি সেলিব্রেশনের ভাল, ভাল ফটো ও ভিডিও শেয়ার করেন যেখানে নিজের স্বামী ভিকি জৈনের সঙ্গে তাঁকে আনন্দ করতে দেখা গেছে৷ তাতে ক্যাপশন দিয়েছেন  #AnVikiRaasLeela.
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বামীর সঙ্গে রঙ খেলার সময়েই তুমুল ঝগড়া! অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈনের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement