#অকল্যান্ড: মহিলা বিশ্বকাপ (Women's World Cup) এবার নিউজিল্যান্ডে খেলা হচ্ছে৷ টুর্নামেন্টে মোট ৮ টি দল খেলছে৷ প্রতি দলই লিগ রাউন্ডে একে অপরের বিরুদ্ধে খেলবে৷ ফলে সব দলকেই ৭ টি করে ম্যাচ খেলতে হবে৷ এরপর সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে৷ এখনও অবধি শুধু অস্ট্রেলিয়ার শেষ চারে জায়গা পাকা হয়েছে৷ (AP)