যন্ত্রণায় চোখে জল একরত্তির, পুজোয় সাজানোর জন্য মেয়ের কান ফোটালেন দেবিনা-গুরমিত

Last Updated:

গত ৩ এপ্রিল মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মুম্বই টেলিভিশনের তারকা দম্পতি। তার চার মাস পর গত ১৬ অগাস্ট পর্দার রাম-সীতা দ্বিতীয় সন্তানের আগমনের আগাম সুখবর দেন ইনস্টাগ্রামে।

#মুম্বই: মুম্বইতেই সংসার, সেখানেই পেশা। কিন্তু দুর্গাপুজোর সময়ে বাঙালিদের মন যে উড়ু উড়ু হয়ে যাবেই! যতই বাংলার বাইরে থাকুন না কেন, পুজোর কটা দিন মুম্বইকেই যেন বাংলা বানিয়ে নেবেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই তিনি আরব্য সাগরের তীরে পুজো কাটান। প্যান্ডেলে ঘুরে বেড়ান। এ বারও সে রকমই হবে, সে কথা স্পষ্ট।
পুজোয় সাজগোজের পরিকল্পনাও করে ফেলেছেন। আর এ বছরের পুজোটা তো একটু অন্য রকম। কেবল স্বামী, অভিনেতা গুরমিত চৌধুরি নন, এ বার তো মেয়ে লিয়ানার সঙ্গে পুজো কাটাবেন তিনি। নিজের পাশাপাশি বঙ্গতনয়া মেয়ের সাজগোজ নিয়েই চিন্তিত। আর তাই পাঁচ মাসের কন্যার কান ফোটালেন নিজেদের বাড়িতেই। সেই ভিডিও পোস্ট করলেন ইউটিউব এবং ইনস্টাগ্রামে।
advertisement
advertisement
প্রথম ধাপে কান ফোটানোর যন্ত্রণায় কেঁদে ফেলে ছোট্ট লিয়ানা। কিন্তু পরের বার সে যেন আরও একটু বড় হয়ে উঠেছে। শান্ত ভাবে বাবার কোলে বসে দ্বিতীয় কান ফুটিয়ে নেয় লিয়ানা। তার জন্য অবশ্য অনেক ক্ষণ ধরে মলম লাগিয়ে কান দু'টিকে নরম করে নেওয়া হয়েছিল।
advertisement
মেয়ের জন্য বিশেষ সোনার রিং পছন্দ করেছেন দেবিনা। দর্শকদের বলেন, ''আমার ছোটবেলাতেও সোনার রিং দিয়েই কান ফোটানো হয়েছিল। তাই আমিও আমার মেয়ের জন্য সে রকমই দুল বেছে নিয়েছি।'' তার পরে মেয়ের দিকে তাকিয়ে আদুরে স্বরে বলেন, ''আমি কিন্তু বলেই করছি লিয়ানা। পরে আমাকে বোলো না যেন যে না বলে কান ফুটিয়েছি। আর আমরা মা-মেয়ে দুর্গাপুজোর সময়ে কত সুন্দর সুন্দর দুল পরে সাজুগুজু করব।''
advertisement
মেয়ের সঙ্গে নিজেরও কান ফোটালেন গুরমিত। পাঁচ মাসের লিয়ানার থেকে ৩৮ বছরের গুরমিত যেন একটু বেশিই ভয় পেলেন কান ফোটাতে। কিন্তু পরিবারের সকলের কথা মেনে দু'টি কান ফুটিয়ে নিলেন অভিনেতা।
গত ৩ এপ্রিল মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মুম্বই টেলিভিশনের তারকা দম্পতি। তার চার মাস পর গত ১৬ অগাস্ট পর্দার রাম-সীতা দ্বিতীয় সন্তানের আগমনের আগাম সুখবর দেন ইনস্টাগ্রামে। লিয়ানা কোলে দ্বিতীয় সন্তানের অপেক্ষা করছেন তারকা দম্পতি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
যন্ত্রণায় চোখে জল একরত্তির, পুজোয় সাজানোর জন্য মেয়ের কান ফোটালেন দেবিনা-গুরমিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement