রিং-এ উত্তেজক নাচের সময় রাখি সওয়ান্তকে আছড়ে মাটিতে ফেললেন মহিলা কুস্তিগীর!

Last Updated:

সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় জিরাকপুর হাসপাতালে ৷ এখনও সেখানেই চিকিৎসা চলছে ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ রাখির ৷

#পঞ্চকুলা: আহত হলেন রাখি সাওয়ান্ত ৷ কুস্তির রিং-এ নাচছিলেন তিনি ৷ কিন্তু সে সময় হঠাৎই ঘটে গেল অঘটন ৷ কুস্তির প্যাঁচে কায়দা করে রাখিকে তুলে আছড়ে ফেলেন এক মহিলা কুস্তিগীর ৷ এরপরেই দেখা যায়, রিংয়ের মধ্যেই শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন রাখি ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার পঞ্চকুলার তাও দেবী লাল স্টেডিয়ামে ৷ গতকাল এই স্টেডিয়ামম কুস্তির আয়োজন করেছিলেন গ্রেট খালি ৷
এই কুস্তি প্রতিযোগিতায় জয়ী কুস্তিগীর সকলের উদ্দেশ্যে তাঁকে হারনোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ৷ সে সময় সেখানে উপস্থিত ছিলেন রাখি সাওয়ান্ত ৷ তিনি বলেন, যেহেতু তিনি একজন ডান্সার, তাই তিনি ডান্স করবেন ৷ এরপরেই ওই মহিলা কুস্তিগীরকে নাচের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রাখি ৷ রিংয়ের মধ্যে এসে উত্তেজন নাচও শুরু করেন ৷
advertisement
Rakhi Sawant2
advertisement
এর মধ্যেই দু’জনের কথা কাটাকাটি হয় ৷ রেগে গিয়ে রাখিকে মাথার উপর তুলে মেঝেতে আছড়ে ফেলেন ওই কুস্তিগীর ৷ পিঠে মারাত্মক চোট পান রাখি ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় জিরাকপুর হাসপাতালে ৷ এখনও সেখানেই চিকিৎসা চলছে ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ রাখির ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
রিং-এ উত্তেজক নাচের সময় রাখি সওয়ান্তকে আছড়ে মাটিতে ফেললেন মহিলা কুস্তিগীর!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement