• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • GOSSIP VIRAT KOHLI DANCES WITH ANUSHKA SHARMA VIDEO VIRAL WHILE SHOOTING FOR A COMMERCIAL SHOOT DD

স্ত্রী অনুষ্কা বাথটবে, রাখঢাক না রেখে সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন স্বামী বিরাট কোহলি!

virat kohli dances with anushka sharma video viral while shooting for a commercial shoot -(Photo: Virat Kohli/Instagram)

স্ত্রী-র রূপে মজে থাকা বিরাটের এ কী কাণ্ড, ভিডিও ভাইরাল...

 • Share this:

  #লন্ডন: ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা  (Anushka Sharma) - এঁদের প্রেম সকলেই ভালোভাবেই জানেন৷ স্ত্রী -র ছোট ছোট জিনিসকেও প্রশংসা করতে ভোলেন না বিরাট কোহলি, অন্যদিকে অনুষ্কাও তাই তাঁর মুখ থেকেই স্বামীর অকুণ্ঠ প্রশংসা ঝরে পড়ে৷ বিরাট ও অনুষ্কা এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন৷ ইংল্যান্ডে ভারত (India vs England) ৪ অগাস্ট থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন৷ ইংল্যান্ডে আলাদা আলাদা জায়গায় ঘুরেছেন বিরুষ্কা৷ আর সেই ঘোরাফেরার ছবিও দেদার শেয়ার করেছেন সেলিব্রিটি কাপল৷ কিন্তু সম্প্রতি বিরাট একটি ভিডিও পোস্ট করেছেন৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷

  সেখানে তাঁদের দুজনকে একসঙ্গে নাচতে দেখা গেছে৷ আসলে বিজ্ঞাপনটি একটি জনপ্রিয় সাবানের ব্র্যান্ডের৷ সেখানে প্রথমে বাথটবে স্নান করছেন অনুষ্কা শর্মা৷ আর স্ত্রী -র সৌন্দর্য্যে বুঁদ হয়ে বিরাট কোহলি তাঁর রূপের প্রশংসা করছেন৷ তারপর স্বামী -স্ত্রী মিলে নাচ করছেন৷

  View this post on Instagram

  A post shared by Virat Kohli (@virat.kohli)

  ভিডিওর শুরুতে অনুষ্কা শর্মা বিরাট কোহলিকে জিজ্ঞাসা করেন তিনি একাগ্র চিত্তে কী দেখছেন৷ তাতে ভারত অধিনায়ক বলেন, ‘‘ইয়ে চাঁদ সা রোশন চেহরা’’ - আর তাতেই এই দম্পতি নাচ করছেন৷ অনুষ্কা শর্মা গোলাপি পোশাক পরে রয়েছেন৷

  বিরাট ইংল্যান্ড সফরে রয়েছেন আর পরিবার হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ভারতীয় ক্রিকেট দল একটা বড় ব্রেকে ছিল৷ এই ব্রেকে সকলেই নিজের মতো করে সময় কাটিয়েছেন৷ কিছুদিন আগেই অনুষ্কা ও বিরাট , কেএল রাহুল ,আথিয়া শেট্টি, ইশান্ত শর্মা, তাঁর স্ত্রী, উমেশ যাদবের সঙ্গে ডারহ্যাম থেকে ছবি শেয়ার করেছিলেন৷ অনুষ্কা শর্মা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই গ্রুপ ছবি শেয়ার করেছেন৷ যাতে তাঁকে খুব সুন্দর দেখাচ্ছে৷ এই ছবিতে ভামিকাকেও দেখা যাচ্ছে৷

  Published by:Debalina Datta
  First published: