Home /News /entertainment /
স্ত্রী অনুষ্কা বাথটবে, রাখঢাক না রেখে সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন স্বামী বিরাট কোহলি!

স্ত্রী অনুষ্কা বাথটবে, রাখঢাক না রেখে সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন স্বামী বিরাট কোহলি!

virat kohli dances with anushka sharma video viral while shooting for a commercial shoot -(Photo: Virat Kohli/Instagram)

virat kohli dances with anushka sharma video viral while shooting for a commercial shoot -(Photo: Virat Kohli/Instagram)

স্ত্রী-র রূপে মজে থাকা বিরাটের এ কী কাণ্ড, ভিডিও ভাইরাল...

  • Share this:

#লন্ডন: ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা  (Anushka Sharma) - এঁদের প্রেম সকলেই ভালোভাবেই জানেন৷ স্ত্রী -র ছোট ছোট জিনিসকেও প্রশংসা করতে ভোলেন না বিরাট কোহলি, অন্যদিকে অনুষ্কাও তাই তাঁর মুখ থেকেই স্বামীর অকুণ্ঠ প্রশংসা ঝরে পড়ে৷ বিরাট ও অনুষ্কা এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন৷ ইংল্যান্ডে ভারত (India vs England) ৪ অগাস্ট থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন৷ ইংল্যান্ডে আলাদা আলাদা জায়গায় ঘুরেছেন বিরুষ্কা৷ আর সেই ঘোরাফেরার ছবিও দেদার শেয়ার করেছেন সেলিব্রিটি কাপল৷ কিন্তু সম্প্রতি বিরাট একটি ভিডিও পোস্ট করেছেন৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷

সেখানে তাঁদের দুজনকে একসঙ্গে নাচতে দেখা গেছে৷ আসলে বিজ্ঞাপনটি একটি জনপ্রিয় সাবানের ব্র্যান্ডের৷ সেখানে প্রথমে বাথটবে স্নান করছেন অনুষ্কা শর্মা৷ আর স্ত্রী -র সৌন্দর্য্যে বুঁদ হয়ে বিরাট কোহলি তাঁর রূপের প্রশংসা করছেন৷ তারপর স্বামী -স্ত্রী মিলে নাচ করছেন৷

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

ভিডিওর শুরুতে অনুষ্কা শর্মা বিরাট কোহলিকে জিজ্ঞাসা করেন তিনি একাগ্র চিত্তে কী দেখছেন৷ তাতে ভারত অধিনায়ক বলেন, ‘‘ইয়ে চাঁদ সা রোশন চেহরা’’ - আর তাতেই এই দম্পতি নাচ করছেন৷ অনুষ্কা শর্মা গোলাপি পোশাক পরে রয়েছেন৷

বিরাট ইংল্যান্ড সফরে রয়েছেন আর পরিবার হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ভারতীয় ক্রিকেট দল একটা বড় ব্রেকে ছিল৷ এই ব্রেকে সকলেই নিজের মতো করে সময় কাটিয়েছেন৷ কিছুদিন আগেই অনুষ্কা ও বিরাট , কেএল রাহুল ,আথিয়া শেট্টি, ইশান্ত শর্মা, তাঁর স্ত্রী, উমেশ যাদবের সঙ্গে ডারহ্যাম থেকে ছবি শেয়ার করেছিলেন৷ অনুষ্কা শর্মা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই গ্রুপ ছবি শেয়ার করেছেন৷ যাতে তাঁকে খুব সুন্দর দেখাচ্ছে৷ এই ছবিতে ভামিকাকেও দেখা যাচ্ছে৷

Published by:Debalina Datta
First published:

Tags: Anushka Sharma, Viral Video, Virat Kohli