Sonakshi-Ritesh: প্রথমবার সোনাক্ষী সিনহার মুখোমুখি রীতেশ দেশমুখ! যা হতে চলেছে...

Last Updated:

কাকুড়া ছবিটির শুটিং আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে। ছবিটিকে রাজস্থানে শুট করার পরিকল্পনা চলছে।

#মুম্বই: গোটা বলিউড ইন্ডাস্ট্রি এখন ব্যস্ত। একের পর এক ছবি মুক্তির অপেক্ষায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একদিকে চলছে নতুন ছবির শুটিং, আবার পাল্লা দিয়ে চলছে একে অন্যকে টক্কর দেওয়ার মতো সব নতুন ছবি তৈরির ঘোষণা। সেই মতো জানা গিয়েছে, বলিউডের দাবাং লেডি সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও জনপ্রিয় অভিনেতা রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) এই প্রথম জুটি বাঁধতে চলেছেন। এটা একটি হরর-কমেডি ছবি। যার নাম রাখা হয়েছে কাকুড়া (Kakuda)। এই ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছেন রনি স্ক্রুওয়ালা (Ronnie Screwvala)। সূত্র বলছে, এই ছবি আগে হওয়া হরর-কমেডি ছবিগুলির থেকে একেবারে আলাদা। এছাড়াও এই ছবিতে থাকছেন সাকিব সলিম (Saqib Saleem)। তাঁর ভূমিকা নিয়ে যতটুকু জানা গিয়েছে, তা হল সোনাক্ষীর সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে সাকিবকে। এই ছবিটির পরিচালনা করবেন মরাঠি পরিচালক আদিত্য সরপোটদার (Aditya Sarpotdar)। আদিত্য এর আগে রীতেশ দেশমুখের সঙ্গে মরাঠি ছবি মাউলিতে (Mauli) কাজ করেছেন।
ছবির এক বিশ্বস্ত সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, কাকুড়া ছবিটির শুটিং আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে। ছবিটিকে রাজস্থানে শুট করার পরিকল্পনা চলছে। পুরো কাজ ৪০ দিনের মধ্যে শেষ করা হবে বলে জানা গিয়েছে। সম্পূর্ণ সত্যি ঘটনা অবলম্বনে ছবিটি চিত্রায়িত করা হবে।
advertisement
advertisement
অন্যদিকে, খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে সোনাক্ষী সিনহা অভিনীত ছবি ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া (Bhuj: The Pride of India)। এই ছবিতে সোনাক্ষীর বিপরীতে থাকছেন অজয় দেবগণ (Ajay Devgn) ও সঞ্জয় দত্তের (Sanjay Dutt) মতো বলিউডের তাবড় অভিনেতারা। ছবিটি ১৩ ডিসেম্বর Disney+Hotstar-এ মুক্তি পেতে চলেছে। এছাড়াও সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) পিরিয়ড ড্রামা 'হীরা মাণ্ডি'তে (Heera Mandi) কাজ করতে চলেছেন সোনাক্ষী। এই প্রোজেক্ট দিয়েই OTT প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেতে চলেছেন অভিনেত্রী। এদিকে রীতেশও নিজের অন্য কাজ গুটিয়ে নিয়ে হরর-কমেডি শটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। বহু দিন হয়েছে তাঁর অভিনীত কোনও বলিউড ছবি মুক্তি পায়নি। রীতেশের ফ্যানেরা তাই অধীর আগ্রহে বসে রয়েছে। এখন দেখার কতটা মনোরঞ্জন করতে পারে এই ছবিটি!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonakshi-Ritesh: প্রথমবার সোনাক্ষী সিনহার মুখোমুখি রীতেশ দেশমুখ! যা হতে চলেছে...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement