বিরুষ্কার বিয়ে থেকে এই জিনিসটি নকল করলেন নিক-প্রিয়াঙ্কা
Last Updated:
অনুষ্ঠান শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে মিল-অমিল খোঁজার পর্ব ৷ প্ল্যানিং, সাজ, লোকেশন, কায়দায় কী কী মিলল, আর কী কী মিলল না তা দেখা হচ্ছে খুঁটিয় খুঁটিয়ে ৷
#মুম্বই: সাম্প্রতিককালে বলিউডের অন্যতম চর্চিত দু’টি বিয়ে ৷ অবশ্য দ্বিতীয়টিতে এখনও বিয়ের তকমা লাগেনি ৷ সবে শেষ হয়েছে রোকা-পর্ব ৷ একজন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, অন্যজন নিক জোনস-প্রিয়াঙ্কা চোপড়া ৷ অনুষ্ঠান শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে মিল-অমিল খোঁজার পর্ব ৷ প্ল্যানিং, সাজ, লোকেশন, কায়দায় কী কী মিলল, আর কী কী মিলল না তা দেখা হচ্ছে খুঁটিয় খুঁটিয়ে ৷
একজনের বিয়ে বিদেশের মাটিতে, ইতালির স্বপ্নের লোকেশনে ৷ অন্যজনের এনগেজমেন্ট জন্ম শহর মুম্বইতে ৷ একজনের অনেক রাখঢাক, গোপনীয়তা ৷ অন্যজন কিছুটা হলেও খোলাখুলি ৷ বিরুষ্কার বিয়ে মানেই যেন রূপকথার অনেকটা কাছাকাছি ৷ পাশাপাশি নিয়াঙ্কা অনেক বেশি বাস্তবের মাটিতে ৷ দুই জুটির মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি ৷ তবু একটা জায়গায় পাওয়া গেল মিল ৷ কী সেই সাদৃশ্য ?
advertisement
advertisement
বিরুষ্কার বিয়ের ওয়েডিং প্ল্যানারকেই পছন্দ করলেন নিয়াঙ্কাও ৷ তাই দিল্লির ‘শাদি স্কয়াড’ নামে এই সংস্থাকে পছন্দ করলেন তাঁরাও ৷ আর এখানেই পূর্বসূরীকে নকল করলেন নায়িকা-গায়ক জুটি ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2018 2:11 PM IST

