প্রিয়াঙ্কার হবু বরের সম্পত্তির মোট পরিমাণ জানেন কি ? না জানলে জেনে নিন

Last Updated:
1/8
 নিকের বাবা একজন প্রখ্যাত গীতিকার, গান লিখতেন এবং সেই গান তিনি গাইতেন আর নিকের মা সাহিত্যের শিক্ষিকার সঙ্গে সঙ্গে জনপ্রিয় গায়িকাও ৷ ছোটবেলা থেকেই সঙ্গীতের মধ্যেই বেড়ে উঠেছেন নিক ৷ নিকের বাকি দুই ভাইও সঙ্গীতের তালিমেই বড় হয়েছেন ৷ তিন ভাই মিলে ২০০৫ সালে জোনাস ব্রাদার্স নামে একটি রক ব্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন ৷ ছবি সংগৃহীত ৷
নিকের বাবা একজন প্রখ্যাত গীতিকার, গান লিখতেন এবং সেই গান তিনি গাইতেন আর নিকের মা সাহিত্যের শিক্ষিকার সঙ্গে সঙ্গে জনপ্রিয় গায়িকাও ৷ ছোটবেলা থেকেই সঙ্গীতের মধ্যেই বেড়ে উঠেছেন নিক ৷ নিকের বাকি দুই ভাইও সঙ্গীতের তালিমেই বড় হয়েছেন ৷ তিন ভাই মিলে ২০০৫ সালে জোনাস ব্রাদার্স নামে একটি রক ব্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/8
জানেন কি ? প্রিয়াঙ্কা চোপড়ার হবুবর কত টাকা মালিক ? প্রিয়াঙ্কা ও নিকের পাকা দেখার বিভিন্ন অনুষ্ঠান চলছে ৷ শোনা যাচ্ছে এই বছরেরই অক্টোবরে তাঁদের চার হাত এক হবে ৷ চোখ বুলিয়ে নিন প্রিয়াঙ্কার মনের মানুষ সম্পর্কে ৷ ছবি সংগৃহীত ৷
জানেন কি ? প্রিয়াঙ্কা চোপড়ার হবুবর কত টাকা মালিক ? প্রিয়াঙ্কা ও নিকের পাকা দেখার বিভিন্ন অনুষ্ঠান চলছে ৷ শোনা যাচ্ছে এই বছরেরই অক্টোবরে তাঁদের চার হাত এক হবে ৷ চোখ বুলিয়ে নিন প্রিয়াঙ্কার মনের মানুষ সম্পর্কে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/8
 ১৬ সেপ্টেম্বর ১৯৯২ সালে আমেরিকার ডালাস শহরে জন্মেছেন নিক জোনাস ৷ পেশায় গিটারিস্ট ও গায়ক ৷ ৮-৯ বছর বয়স থেকে নাটকে অভিনয়ের মাধ্যমেই সূচনা করেছিলেন পেশাগত জীবন ৷ ছবি সংগৃহীত ৷
১৬ সেপ্টেম্বর ১৯৯২ সালে আমেরিকার ডালাস শহরে জন্মেছেন নিক জোনাস ৷ পেশায় গিটারিস্ট ও গায়ক ৷ ৮-৯ বছর বয়স থেকে নাটকে অভিনয়ের মাধ্যমেই সূচনা করেছিলেন পেশাগত জীবন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/8
  ২০০২ সালে নিক বাবার সঙ্গে একটি গান লিখেছিলেন ৷ বিউটি এন্ড বিস্টে তখন তিনি কাজ করতেন ৷ এর সঙ্গে সঙ্গেই অভিনয় ও গান বেছে নিয়েছিলেন তিনি ৷ ছবি সংগৃহীত ৷
২০০২ সালে নিক বাবার সঙ্গে একটি গান লিখেছিলেন ৷ বিউটি এন্ড বিস্টে তখন তিনি কাজ করতেন ৷ এর সঙ্গে সঙ্গেই অভিনয় ও গান বেছে নিয়েছিলেন তিনি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/8
 জোনাস ব্রাদার্স চারটি চারটি জনপ্রিয় গানের অ্যালবাম প্রকাশ করেছেন ৷ ইটস অ্যাবাউট টাইম, জোনাস ব্রাদার্স, অ লিটিল বিট লঙ্গার, লাইন্স ৷ ২০০৮ সালে ৫১তম গ্রামি অ্যাওয়ার্ড সেরা শিল্পী বিভাগে মনোনীত হয়েছিলেন ৷ জোনাস ব্রাদার্স আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন ৷ ছবি সংগৃহীত ৷
জোনাস ব্রাদার্স চারটি চারটি জনপ্রিয় গানের অ্যালবাম প্রকাশ করেছেন ৷ ইটস অ্যাবাউট টাইম, জোনাস ব্রাদার্স, অ লিটিল বিট লঙ্গার, লাইন্স ৷ ২০০৮ সালে ৫১তম গ্রামি অ্যাওয়ার্ড সেরা শিল্পী বিভাগে মনোনীত হয়েছিলেন ৷ জোনাস ব্রাদার্স আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/8
মে ২০০৯ সালে লাইন্স, বাইন্ডস অ্যান্ড টাইগ টাইমস মুক্তি পাওয়ার আগেই নিকের অ্যালবাম সারা পৃথিবীতে ৮ মিলিয়ন বিক্রি হয়েছিল ৷ ২০১০ সালে হলিউডের কনিষ্ঠ শিল্পীর পুরস্কার পেয়েছিলেন ৷ ২০১৭ সাল তাঁর ভালই কেটেছে ৷ ছবি সংগৃহীত ৷
মে ২০০৯ সালে লাইন্স, বাইন্ডস অ্যান্ড টাইগ টাইমস মুক্তি পাওয়ার আগেই নিকের অ্যালবাম সারা পৃথিবীতে ৮ মিলিয়ন বিক্রি হয়েছিল ৷ ২০১০ সালে হলিউডের কনিষ্ঠ শিল্পীর পুরস্কার পেয়েছিলেন ৷ ২০১৭ সাল তাঁর ভালই কেটেছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/8
প্রিয়াঙ্কা ও নিকের পরিচয় হয়েছিল টিভি শো কোয়ান্টিকোর শুটিং এ ৷ এই ধারাবাহিকের সঙ্গে কোনও ভাবেই নিক সংযুক্ত ছিলেন না ৷ প্রিয়াঙ্কার টানেই এসেছেন বারবার, দেখা একাধিকবার কোয়ান্টিকোর সেটে দেখা গিয়েছে তাঁকে ৷ ছবি সংগৃহীত ৷
প্রিয়াঙ্কা ও নিকের পরিচয় হয়েছিল টিভি শো কোয়ান্টিকোর শুটিং এ ৷ এই ধারাবাহিকের সঙ্গে কোনও ভাবেই নিক সংযুক্ত ছিলেন না ৷ প্রিয়াঙ্কার টানেই এসেছেন বারবার, দেখা একাধিকবার কোয়ান্টিকোর সেটে দেখা গিয়েছে তাঁকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/8
  ডেইলি মেলের এক রিপোর্টে প্রকাশিত নিক জোনাস মোট সম্পত্তির পরিমাণ ২.৫ কোটি ডলার যার ভারতীয় মূল্য ১৭৫ কোটি টাকা ৷ ছবি সংগৃহীত ৷
ডেইলি মেলের এক রিপোর্টে প্রকাশিত নিক জোনাস মোট সম্পত্তির পরিমাণ ২.৫ কোটি ডলার যার ভারতীয় মূল্য ১৭৫ কোটি টাকা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement