• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ঐশ্বর্যর কোন স্বভাবটা খারাপ ? প্রকাশ্যে জানালেন ননদ শ্বেতা নন্দা

ঐশ্বর্যর কোন স্বভাবটা খারাপ ? প্রকাশ্যে জানালেন ননদ শ্বেতা নন্দা

 • Share this:

  #মুম্বই: সেলেব্রিটিদের হাঁড়ির খবর বের করে আনতে করণ জোহরের জুড়ি মেলা ভার! 'কফি উইথ করণ'-এ তিনি অবলীলায় বহু তারকাদের বহু 'সিক্রেট' ফাঁস করেছেন! এবার তালিকায় অমিতাভ বচ্চন কন্যা শ্বেতা বচ্চন নন্দার।

  সম্প্রতি অভিষেক বচ্চন এবং শ্বেতা নন্দা একসঙ্গে উপস্থিত হয়েছিলেন 'কফি উইথ করণ'-এ। সেখানে করণ শ্বেতাকে ঐশ্বর্য রাই বচ্চনের বিষয়ে একাধিক প্রশ্ন করেন! যেমন--ঐশ্বর্যর কোন বিষয়টি তাঁর ভাল লাগে? এই প্রশ্নের উত্তরে শ্বেতা জানান , ঐশ্বর্য খুব ভাল একজন মানুষ এবং খুব ভাল একজন মা। তবে ঐশ্বর্য যে কড়া নিয়ম মেনে বাড়ি চালান, সেটা তাঁর ভাল লাগে না!

  অন্যদিকে, অনুরাগ কাশ্যপের 'গুলাব জামুন'-এ অভিনয় করার কথা ছিল ঐশ্বর্য, অভিষেকের। ঠিক ছিল, জানুয়ারি মাসের শুরুতেই শুরু হবে শুটিং। কিন্তু, আপাতত সেই পরিকল্পনায় মাটি! ছবি থেকে সরে গেলেন খোদ বচ্চন দম্পতি। ৮ বছর আগে মনি রত্নমের 'রাবন'-এ শেষবারের মত একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক-ঐশ্বর্যকে। এরপর দীর্ঘ প্রতীক্ষা! অবশেষে, 'মনমর্জিয়া '-র শুটিংয়ের সময় হঠাৎ করেই খবর শোনা যায়, অনুরাগ কাশ্যপের আগামী প্রজেক্টে ফের একসঙ্গে অনস্ক্রিনে দেখা মিলবে অভিষেক, ঐশ্বর্যর!

  অনুরাগ কাশ্যপের 'মনমর্জিয়া'-য় ভিকি কৌশল, তপসি পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিষেক বচ্চন। ফিল্ম সমালোচকরা প্রশংসা করলেও বক্স অফিসে ছবিটি সাফল্য পায়নি ! সেই কারণেই কি অনুরাগ কাশ্যপের 'গুলাব জামুন' থেকে সরে গেলেন অভিষেক-ঐশ্বর্য ? মিঞা-বিবি কেউই এই বিষয়ে মুখ খোলেননি ! তবে, 'মণিরত্নম'-এর আগামী ছবিতে ফের দেখা মিলবে ঐশ্বর্যর। শুধু তাই নয়, রয়েছেন অমিতাভ বচ্চনও!

  আরও পড়ুন-পরনে বিকিনি, জলের তলায় চুমু খেলেন সুহানা খান !

  First published: