পরনে বিকিনি, জলের তলায় চুমু খেলেন সুহানা খান !
Last Updated:
#মুম্বই: ফের ভাইরাল হলেন শাহরুখ কন্যা সুহানা খান ৷ সুইমিংপুলে চুমু খেয়ে এবার নেটিজেনদের নজরে পড়লেন সুহানা ৷ ঝড়ে বেগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে থাকল সুহানার সেই ভিডিও !
গপ্পোটা হল, সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সুহানা খান ৷ যেখানে দেখা যাচ্ছে, বিকিনি পরে সুইমিং পুলে জলকেলি করছেন শাহরুখ কন্যা ৷ শুধু তাই নয়, নিজের পোষ্যকে জলে নামিয়ে চুমু খাচ্ছেন তিনি ৷
ভিডিওটি ইনস্টাগ্রামে আসতেই হু হু করে শেয়ার হওয়া শুরু হয়ে গিয়েছে ৷ তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও সুহানা বার বার ভাইরাল হয়েছেন নানা কাণ্ড ঘটিয়ে ৷ নিন্দুকরা বলছেন, নায়িকার দৌঁড়ে আসার আগে এটাই নাকি সুহানার ওয়ার্মআপ !
advertisement
advertisement
advertisement
View this post on Instagram
Location :
First Published :
January 21, 2019 1:10 PM IST