অমিতাভের ছবি দেখে এমন অদ্ভুত কাণ্ডটি ঘটালেন রেখা ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:
#মুম্বই: একটা সময় তাঁর সঙ্গে নাকি অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক ছিল ৷ সে সম্পর্ক নিয়ে আলোচনা তো কম হয়নি ৷ আলোচনা হয়েছে তাঁর সৌন্দর্য, অভিনয় ও নৃত্য পারদর্শিতা নিয়েও ৷
তিনি ডিভা ৷ অনন্য সুন্দরী ৷ তবে পাকাপাকিভাবে এন্ট্রি হয়নি বিগবি’র জীবনে ৷ তবে ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় জীবনে এন্ট্রি না পেলেও, তাঁর মনের মধ্যে নাকি সব সময় বিরাজ করেন বলিউডের শাহেনসা অমিতাভ ৷ বলা হয় তিনি নাকি তাঁর সিঁথিতে সিঁদুর পরেন অমিতাভজি’র নামেই ৷ এক্কেবার ঠিক ধরেছেন এখানে রেখাকে নিয়েই কথা হচ্ছে ৷
advertisement
বিগ বি’কে এখনও নিজের মনের মণিকোঠায় স্থান দিয়ে রেখেছেন এই বলি ডিভা ৷ তবে সম্প্রতি এমন কাণ্ড ঘটালেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে ৷ বিখ্যাত ফোটোগ্রাফার ডাব্বু রত্নানি প্রতি বছরই বলিউডের তাবড় তারকাদের ছবি তুলে ক্যালেন্ডার লঞ্চ করেন ৷ এ বছরও তার অন্যথা হল না ৷ আর সেই ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে প্রতিবছরই হাজির থাকেন রেখা ৷ সম্প্রতি ক্যালেন্ডার লঞ্চে উপস্থিত হয়েছিলেন তিনি ৷
advertisement
advertisement
আর সেখানেই মিডিয়ার আবদারে পোজ দিচ্ছিলেন রেখা ৷ আর যেখানে সেলেবেদের ফোটো তোলার ব্যবস্থা করা হয়েছিল, তার পিছনেই লাগানো ছিল ডাব্বু রত্নানির ২০১৯ সালের ক্যালেন্ডারের ছবিগুলি ৷ আর এ বছর ডাব্বুর জন্য শুট করেছেন অমিতাভও ৷ আর রেখা ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে ঠিক অমিতাভের ছবির সামনেই এসে দাঁড়িয়েছিলেন ৷ তবে সঙ্গে সঙ্গেই তিনি পিছনে ঘুরে দেখেন তাঁর পিছনে রয়েছে বিগ বি’র ছবি ৷ অদ্ভুত অভিব্যাক্তি দেখিয়ে তৎক্ষণাৎ রেখা ওই স্থান থেকে সরে যান ৷ তবে এই গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে ৷ মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
অমিতাভের ছবি দেখে এমন অদ্ভুত কাণ্ডটি ঘটালেন রেখা ! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement