Home /News /entertainment /
পাডুকোন পরিবারের সঙ্গে এক ফ্রেমে রণবীর সিং, উস্কে দিলেন বিয়ের গুঞ্জন

পাডুকোন পরিবারের সঙ্গে এক ফ্রেমে রণবীর সিং, উস্কে দিলেন বিয়ের গুঞ্জন

পাডুকোন পরিবারের সঙ্গে রণবীর

পাডুকোন পরিবারের সঙ্গে রণবীর

দীপিকা আর রণবীর সিং-র প্রেমকাহিনী নিয়ে গুঞ্জন চলছে বহুদিন ৷ নিজেরাও যে এই গসিপ বেশ উপভোগ করেন তারা,সেটা ভালই বোঝা যায় ৷

 • Last Updated :
 • Share this:

  # মুম্বই : দীপিকা আর রণবীর সিং-র প্রেমকাহিনী নিয়ে গুঞ্জন চলছে বহুদিন ৷ নিজেরাও যে এই গসিপ বেশ উপভোগ করেন তারা,সেটা ভালই বোঝা যায় ৷ তাই তো একসঙ্গে সময় কাটানো থেকে ঘনিষ্ঠ ফোটোশুট করে নিজেরাই উস্কে দেন তাঁদরে কেমিস্ট্রির গল্প ৷ তবে এবারের ছবি অন্য কথাই বলছে ৷

  দীপিকার পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন রণবীর ৷ পাডুকোন পরিবারের সঙ্গে তিনি বেশ স্বচ্ছন্দ দেখেই বোঝা যাচ্ছে ৷ কিছুদিন আগেই তৈরি হয়েছে পাডুকোন দ্রাবিড় সেন্টার ফর স্পোর্টস এক্সেলেন্স ৷ সেই নিয়ে দীপিকার ইন্টগ্রাম পোস্টও ছিল ৷ তবে পোস্টে যেটা ছিল না সেই ছবিই এখন ভাইরল ৷ ছবিতে দেখুন কীভাবে পাশাপাশি বসে এই অনুষ্ঠান উপভোগ করছেন দীপিকা-রণবীর ৷ পাশে বসে দীপিকার পুরো পরিবার ৷ তারাও যে রণবীরকে পরিবারের একজন বলে মেনে নিয়েছেন সেটাও ভালই বোঝা যাচ্ছে ৷ রণবীরও বেশ খুশি এই পারিবারিক অনুষ্ঠানে হাজির হয়ে ৷

  তাহলে কি বিয়েটা এখন শুধুই সময়ের অপেক্ষা ? কারণ পরিবারের আর্শীর্বাদ যে পাওয়া হয়েছে গেছে আগেই ৷ রণবীরের সঙ্গে প্রকাশ পাডুকোনের ছবি এই গুঞ্জনে ইন্ধন জোগাচ্ছে ৷ শুভেচ্ছা তো ছিলই, এখন অপেক্ষা থাকবে বিয়ের পোশাকে দীপবীরকে দেখার ৷

  First published:

  Tags: Deepika padukone, Deepika padukone marriage, Deepveer, Prakash padukone, Ranveer Singh