#মুম্বই: ১৪ দিনের জেল হেফাজত হল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার (Shilpa Shetty Husband)৷ বম্বে হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে৷ যদিও রাজ কুন্দ্রার (Raj Kundra Jail Custody) আইনজীবী জামিনের আবেদন করতে চলেছেন৷ আগামিকাল অর্থাৎ বুধবার রাজের জামিনের আবেদন করা হবে৷ মঙ্গলবার শেষ হয় রাজ কুন্দ্রার পুলিশ হেফাজত (Raj Kundra bail application on Wednesday) ৷ অন্যদিকে রাজের সহকারী উমেশ কামাত একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন যে পর্ন তৈরির মামলায় তাঁকে অযৌক্তিক ভাবে জড়ানো হয়েছে৷ এর আগে পুলিশ হেফাজতে থাকাকালীন, রাজ কুন্দ্রাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ জেরা করা হয়েছে তাঁর স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টিকেও৷ তাঁদের জুহুর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে৷ এমনকি রাজের দুটি অফিসেই চলেছে তল্লাশি৷ সেখান থেকে গোপন আলমারি এবং এক রহস্যময় দেওয়ালের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা৷ সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে৷ পর্ন ছবি তৈরিতে মেগা প্ল্যান করছিলেন রাজ, এমনও জানতে পেরেছেন তাঁরা৷ আর কী কী পরিকল্পনা ছিল ব্যবসায়ী রাজ কুন্দ্রার,তা জানার চেষ্টা করা হচ্ছে৷
অন্যদিকে এই মামলায় রাজের স্ত্রী শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করা হয়৷ স্বামীর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন বলিউড নায়িকা৷ তবে শুক্রবার যখন রাজ-শিল্পার বাসভবনে রাজকে শিল্পার সামনে নিয়ে যান তদন্তকারীরা, তখন শিল্পা সকলের সামনই নাকি রাজের উপর চিৎকার করেন এবং পরে কান্নায় ভেঙে পড়েন৷
তবে যতই স্বামীর উপর চিৎকার করুন না কেন, শিল্পা দাঁড়িয়েছেন তাঁর স্বামী রাজের পাশেই৷ রাজকে সমর্থন করে তিনি জানিয়েছেন যে, রাজের কোনও ভুল নেই৷ কারণ রাজ যে ধরণের ছবি তৈরি করছিলেন, তা প্রায়সই হয়ে থাকেষ তাই এতে তাঁর স্বামীর কোনও ভুল তিনি দেখতে পাচ্ছেন না, দাবি শিল্পার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Kundra