Raj Kundra Jail Custody: পর্ন ছবি তৈরির অভিযোগ, ১৪ দিনের জেল হেফাজত হল রাজ কুন্দ্রার

Last Updated:

আগামিকাল অর্থাৎ বুধবার রাজ কুন্দ্রার (Raj Kundra)জামিনের আবেদন করা হবে৷

#মুম্বই: ১৪ দিনের জেল হেফাজত হল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার (Shilpa Shetty Husband)৷ বম্বে হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে৷ যদিও রাজ কুন্দ্রার (Raj Kundra Jail Custody) আইনজীবী জামিনের আবেদন করতে চলেছেন৷ আগামিকাল অর্থাৎ বুধবার রাজের জামিনের আবেদন করা হবে৷ মঙ্গলবার শেষ হয় রাজ কুন্দ্রার পুলিশ হেফাজত (Raj Kundra bail application on Wednesday) ৷ অন্যদিকে রাজের সহকারী উমেশ কামাত একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন যে পর্ন তৈরির মামলায় তাঁকে অযৌক্তিক ভাবে জড়ানো হয়েছে৷ এর আগে পুলিশ হেফাজতে থাকাকালীন, রাজ কুন্দ্রাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ জেরা করা হয়েছে তাঁর স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টিকেও৷ তাঁদের জুহুর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে৷ এমনকি রাজের দুটি অফিসেই চলেছে তল্লাশি৷ সেখান থেকে গোপন আলমারি এবং এক রহস্যময় দেওয়ালের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা৷ সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে৷ পর্ন ছবি তৈরিতে মেগা প্ল্যান করছিলেন রাজ, এমনও জানতে পেরেছেন তাঁরা৷ আর কী কী পরিকল্পনা ছিল ব্যবসায়ী রাজ কুন্দ্রার,তা জানার চেষ্টা করা হচ্ছে৷
advertisement
অন্যদিকে এই মামলায় রাজের স্ত্রী শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করা হয়৷ স্বামীর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন বলিউড নায়িকা৷ তবে শুক্রবার যখন রাজ-শিল্পার বাসভবনে রাজকে শিল্পার সামনে নিয়ে যান তদন্তকারীরা, তখন শিল্পা সকলের সামনই নাকি রাজের উপর চিৎকার করেন এবং পরে কান্নায় ভেঙে পড়েন৷
advertisement
তবে যতই স্বামীর উপর চিৎকার করুন না কেন, শিল্পা দাঁড়িয়েছেন তাঁর স্বামী রাজের পাশেই৷ রাজকে সমর্থন করে তিনি জানিয়েছেন যে, রাজের কোনও ভুল নেই৷ কারণ রাজ যে ধরণের ছবি তৈরি করছিলেন, তা প্রায়সই হয়ে থাকেষ তাই এতে তাঁর স্বামীর কোনও ভুল তিনি দেখতে পাচ্ছেন না, দাবি শিল্পার৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj Kundra Jail Custody: পর্ন ছবি তৈরির অভিযোগ, ১৪ দিনের জেল হেফাজত হল রাজ কুন্দ্রার
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement