ছিঃ,ছিঃ! মঞ্চে মাইক হাতে দাঁড়িয়ে গানের লাইন ভুলে গেলেন রাণু মণ্ডল

Last Updated:

পুরনো এই ভিডিও ফের একবার সুপার ভাইরাল৷

#কলকাতা: রাণু মণ্ডল - একেবার উল্কার গতিতে তাঁর উত্থান আবার সেই গতিতেই নিজেকে ভস্মীভূত করে ফেলা৷ এই গল্প এখন সকলেরই জানা৷ একটা সময় ছিল রোজই রাণু মণ্ডলের সুরেল কণ্ঠের ভিডিও বাজারে আসামাত্রই তা সুপার ভাইরাল হয়ে যাচ্ছিল৷
রানাঘাট স্টেশনে ভবঘুরের জীবন থেকে বলিউডের প্লেব্যাক।সেসময়ে  তিনি অসাধারণ সাফল্য অর্জন করেছেন। এরপরেই অবশ্য মাটির কাছাকাছি খানিকটা স্বাভাবিক বুদ্ধি থেকে একটু দূরে থাকা মানুষটি বদলে যান৷ বলিউডের গ্ল্যামার, সারা ভারতের একাধিক সংবাদমাধ্যমের লাইমলাইট পেয়ে হঠাৎই ধরাকে সরা জ্ঞান করতে থাকেন৷
রানু মণ্ডলের মেয়ে তাঁকে ফেলে চলে যাওয়ায় স্টেশনে দিন কাটাতেন তিনি৷  তবে নিজের গানের  মাধ্যমে পরিচিতি লাভ করেন।
advertisement
advertisement
অতীন্দ্র চক্রবর্তী নামক ব্যক্তি রানুর গানকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে তা পৌঁছে দেন। তাঁর গানের গলায় সারা দেশ  মুগ্ধ হয়ে যায়৷ তারপরে সুযোগ আসে বলিউড অব্দি পৌঁছে যায়।তারপর হিমেশের পরিচালনায় রানুর গলায় রেকর্ড করা নতুন গান সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে।গানটি প্রকাশ্যে আসার পর অনেক অনুষ্ঠানেই শুনতে পাওয়া যায় প্রতিনিয়ত।
advertisement
এরপরেই শুরু হয় রাণু মণ্ডলের ভোলবদল৷ বিতর্কিত মন্তব্যের জন্য এরপর রানু মন্ডল বিতর্কেও জড়ান।ঠিক যতটা সাহায্য তাকে করেছিলেন অতীন্দ্র চক্রবর্তী ঠিক ততটাই সাহায্যের হাত তিনি পেয়েছেন হিমেশ রেশমিয়ার কাছ থেকে।তেরি মেরি পর হিমেশের সাথে আরো একটি গান রেকর্ড করেন তিনি।
advertisement
কিন্তু হঠাৎই আবার অনেকদিন বাদে একটি রাণু মণ্ডলের পুরনো ভিডিও হঠাৎ করেই সুপার ভাইরাল হয়েছে৷ যেখানে রাণু মঞ্চে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে গানই গাইতে ভুলে গেলেন৷
advertisement
নেট এমনই একটা দুনিয়া যেখানে সবটাই ভার্চুয়াল ৷ হঠাৎ করেই কোনও ভিডিও মানুষের মনের কাছাকাছি হয়ে ওঠে৷ আর রাণুর এই গান ভুলে যাওয়ার ভিডিওটি সকলের কাছে ওপরে উঠে এসেছে৷  বিভিন্ন আলাদা আলাদা প্ল্যাটফর্মে এই ভিডিওটি রমরম করে চলছে৷
এই ভিডিওটির ভিউ প্রায় দশ লক্ষ ছাড়িয়েছে৷ কেন রাণুর এরকম হল তা জানতে চান রাণুকে একদা ভালোবেসে ফেলা রাণু ফ্যান৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছিঃ,ছিঃ! মঞ্চে মাইক হাতে দাঁড়িয়ে গানের লাইন ভুলে গেলেন রাণু মণ্ডল
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement