Viral Video: ঘরোয়া পোশাকে উদ্দাম নাচ! ছোট বোনের কোমরের গুঁতোয়ে হুমড়ি খেয়ে পড়লেন দিদি মালাইকা! ভাইরাল ভিডিও

Last Updated:

ঘরোয়া পোশাকে ছিলেন দুই বোন (Malaika Arora Viral Video), নাচছিলেন মনের আনন্দে, কিন্তু...

#মুম্বই: দুই তারকা বোনের উদ্দাম নাচ দেখে সকলেই মুগ্ধ৷ তব এই নাচ একেবারে ঘরোয়া, কোনও মঞ্চে নয়৷ শুধুমাত্র নিজেদের আনন্দের জন্যই এভাবে বাড়িতে ঘরোয়া পোশাকে নেচে চলেছেন মালাইকা আরোরা (Malaika Arora) এবং তাঁর বোন অমৃতা (Sister Amrita)৷ দুই সুন্দরীর নাচ সত্যিই খুব উপভোগ্য (Arora Sisters Dance)৷ মন দিয়ে দেখছিলেন নেটিজেনরা৷ কিন্তু তাল কাটল শেষের দিকে, যখন ছোট বোন অমৃতা কোমরের গুঁতোয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন দিদি মালাইকা (Malaika fall while dancing)৷ এমনই কোমর দিয়ে ধাক্কা দিলেন অমৃতা যে টাল সামলাতে পারলেন না মালাইকা৷ তিনি পড়েই গেলেন৷ তখন একাই দর্শকদের নাচ দেখালেন অমৃতা (Viral Video Malaika)! গোটা বিষয়টি তখন আর দুই বোনের নাচে সীমাবদ্ধ থাকল না, হয়ে গেল মজাদার এক ভিডিও, যা সহজেই ভাইরাল হল৷
advertisement
এমনই মালাইকা আরোরা (Malaika Arora Hot) খুবই প্রিয় নেটিজেনদের কাছে৷ তিনি কখন কী করছেন, কোথায় যাচ্ছেন, সবকিছুতেই যেন নজর নেটাগরিকরদের৷ বিশেষত তাঁর জিমে শরীরচর্চার (Malaika Arora gym photo) ছবি হোক বা ভিডিও, সবই দুরন্ত৷ খুব বেশি নেট দুনিয়ায় জনপ্রিয় হয়৷ আর হবে না কেন৷ ৫০ ছুঁইছুঁই (Malaika Arora age 47) এই সুন্দরীর শরীর এখনও টানটান! হাঁটুর বয়সি যেন কোনও মডেল বা অভিনেত্রীকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত তিনি! এতটাই তাঁর ফিটনেস (Malaika Arora Fitness)৷ খান পরিবারের ছেলে আরবাজের সঙ্গে সম্পর্কে ইতি টেনে তিনি এখন অর্জুন কাপুরের প্রেমিকা (Malaika Arora-Arjun Kapoor affair)৷ বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেম এবং সহবাস৷ এই নিয়েও বেশ চর্চায় থাকেন সকেলর প্রিয় মালা! তবে তাতে তাঁর কিছুই যায় আসে না৷ তিনি নিজের কাজে ব্যস্ত, কারও কথার কোনও পাত্তাই দেন না৷ দিন রাত নিজেকে নিয়ে, নিজের মতো করে থাকতে ভালবাসেন ছাইয়া ছাইয়া গার্ল৷ আর মাঝেমধ্যে পার্টি করেন প্রিয় বন্ধুদের সঙ্গে৷ তার মধ্যে রয়েছেন করিশ্মা ও করিনা(Malaika-Karishma-Kareena-Amrita)৷ এবং তাঁর বোন অমৃতা৷ এদের একটি ছোট গ্রুপ রয়েছে, যারা একসঙ্গে ঘুরতে যান, পার্টি করেন, একসঙ্গে সময় কাটান৷
advertisement
advertisement
advertisement
এমনই বোনের সঙ্গে সময় কাটাচ্ছিলেন মালাইকা৷ বোঝাই যাচ্ছে ভিডিওটি দেখে যে দু’জনেই ছিলেন বিন্দাস মুডে৷ তাই তো ইনস্টা রিলের এক জনপ্রিয় গানে নাচছিলেন দুই বোন(Malaika-Amrita Viral Dance)৷ তাল মিলিয়ে মিলিয়ে শরীরে যেন ঢেউ উঠছিল দু’জনেরই৷ কিন্তু তারপরই ছন্দপতন৷ এক ধাক্কায় দিদিকে সরিয়ে একা মঞ্চ ছিনিয়ে নিলেন অমৃতা৷ আর দিদি মালাইকা পরে গিয়ে কী করলেন, তা জানা গেলে না ঠিকই, তবে ভিডিওটি পোস্ট করতে তিনি দেরি করলেন না৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: ঘরোয়া পোশাকে উদ্দাম নাচ! ছোট বোনের কোমরের গুঁতোয়ে হুমড়ি খেয়ে পড়লেন দিদি মালাইকা! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement