Viral Video: ঘরোয়া পোশাকে উদ্দাম নাচ! ছোট বোনের কোমরের গুঁতোয়ে হুমড়ি খেয়ে পড়লেন দিদি মালাইকা! ভাইরাল ভিডিও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ঘরোয়া পোশাকে ছিলেন দুই বোন (Malaika Arora Viral Video), নাচছিলেন মনের আনন্দে, কিন্তু...
#মুম্বই: দুই তারকা বোনের উদ্দাম নাচ দেখে সকলেই মুগ্ধ৷ তব এই নাচ একেবারে ঘরোয়া, কোনও মঞ্চে নয়৷ শুধুমাত্র নিজেদের আনন্দের জন্যই এভাবে বাড়িতে ঘরোয়া পোশাকে নেচে চলেছেন মালাইকা আরোরা (Malaika Arora) এবং তাঁর বোন অমৃতা (Sister Amrita)৷ দুই সুন্দরীর নাচ সত্যিই খুব উপভোগ্য (Arora Sisters Dance)৷ মন দিয়ে দেখছিলেন নেটিজেনরা৷ কিন্তু তাল কাটল শেষের দিকে, যখন ছোট বোন অমৃতা কোমরের গুঁতোয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন দিদি মালাইকা (Malaika fall while dancing)৷ এমনই কোমর দিয়ে ধাক্কা দিলেন অমৃতা যে টাল সামলাতে পারলেন না মালাইকা৷ তিনি পড়েই গেলেন৷ তখন একাই দর্শকদের নাচ দেখালেন অমৃতা (Viral Video Malaika)! গোটা বিষয়টি তখন আর দুই বোনের নাচে সীমাবদ্ধ থাকল না, হয়ে গেল মজাদার এক ভিডিও, যা সহজেই ভাইরাল হল৷
advertisement
এমনই মালাইকা আরোরা (Malaika Arora Hot) খুবই প্রিয় নেটিজেনদের কাছে৷ তিনি কখন কী করছেন, কোথায় যাচ্ছেন, সবকিছুতেই যেন নজর নেটাগরিকরদের৷ বিশেষত তাঁর জিমে শরীরচর্চার (Malaika Arora gym photo) ছবি হোক বা ভিডিও, সবই দুরন্ত৷ খুব বেশি নেট দুনিয়ায় জনপ্রিয় হয়৷ আর হবে না কেন৷ ৫০ ছুঁইছুঁই (Malaika Arora age 47) এই সুন্দরীর শরীর এখনও টানটান! হাঁটুর বয়সি যেন কোনও মডেল বা অভিনেত্রীকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত তিনি! এতটাই তাঁর ফিটনেস (Malaika Arora Fitness)৷ খান পরিবারের ছেলে আরবাজের সঙ্গে সম্পর্কে ইতি টেনে তিনি এখন অর্জুন কাপুরের প্রেমিকা (Malaika Arora-Arjun Kapoor affair)৷ বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেম এবং সহবাস৷ এই নিয়েও বেশ চর্চায় থাকেন সকেলর প্রিয় মালা! তবে তাতে তাঁর কিছুই যায় আসে না৷ তিনি নিজের কাজে ব্যস্ত, কারও কথার কোনও পাত্তাই দেন না৷ দিন রাত নিজেকে নিয়ে, নিজের মতো করে থাকতে ভালবাসেন ছাইয়া ছাইয়া গার্ল৷ আর মাঝেমধ্যে পার্টি করেন প্রিয় বন্ধুদের সঙ্গে৷ তার মধ্যে রয়েছেন করিশ্মা ও করিনা(Malaika-Karishma-Kareena-Amrita)৷ এবং তাঁর বোন অমৃতা৷ এদের একটি ছোট গ্রুপ রয়েছে, যারা একসঙ্গে ঘুরতে যান, পার্টি করেন, একসঙ্গে সময় কাটান৷
advertisement
advertisement
advertisement
এমনই বোনের সঙ্গে সময় কাটাচ্ছিলেন মালাইকা৷ বোঝাই যাচ্ছে ভিডিওটি দেখে যে দু’জনেই ছিলেন বিন্দাস মুডে৷ তাই তো ইনস্টা রিলের এক জনপ্রিয় গানে নাচছিলেন দুই বোন(Malaika-Amrita Viral Dance)৷ তাল মিলিয়ে মিলিয়ে শরীরে যেন ঢেউ উঠছিল দু’জনেরই৷ কিন্তু তারপরই ছন্দপতন৷ এক ধাক্কায় দিদিকে সরিয়ে একা মঞ্চ ছিনিয়ে নিলেন অমৃতা৷ আর দিদি মালাইকা পরে গিয়ে কী করলেন, তা জানা গেলে না ঠিকই, তবে ভিডিওটি পোস্ট করতে তিনি দেরি করলেন না৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2021 5:56 PM IST