‘এই’ সুন্দরীকেই বিয়ে! এই গসিপের মধ্যেই হবু বউয়ের সঙ্গে জসপ্রীত বুমরাহের ভিডিও ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
জেনে নিন বুমরাহের হবু বউয়ের সমস্ত ঠিকুজি-কুষ্ঠি, রয়েছে কলকাতার সঙ্গে জবরদস্ত কানেকশন৷
#মুম্বই: ভারতীয় ক্রিকেটের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ব্যক্তিগত কারণে ইংল্যান্ড সফর থেকে অব্যহতি চেয়েছেন৷ বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে (India vs England) -র পর থেকে ছুটিতে৷ তিনি পঞ্চম টেস্ট খেলেলেননি খেলবেন না টি টোয়েন্টি ম্যাচে৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ি ব্যক্তিগত কারণটি হচ্ছে জসপ্রীত বুমরাহ বিয়ে করতে চলেছেন৷ সূত্রের খবর অনুযায়ি পাত্রী হচ্ছে স্পোর্টস সঞ্চালিকা সঞ্জনা গণেশন (Sanjana Ganeshan)৷ এই জুটিরই বিয়ে হওয়ার গসিপ (gossip) বসন্তের আকাশ বাতাসে৷
বুমরাহ ও সঞ্জনা বিয়ের খবরের মধ্যেই একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল (Viral Video) হয়েছে৷ আর এই ভিডিওতে সকলেই তাঁদের বিয়ে হওয়ার আগেই অগ্রিম আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন৷
advertisement

advertisement
স্পোর্টস ওয়েবসাইট স্পোর্টস কীডা -র খবর অনুযায়ি সঞ্জনা আর জসপ্রীত বুমরাহের বিয়ে গোয়াতে হবে৷ সঞ্জনা আইপিএলের অ্যাঙ্করিং করে নজরে আসেন৷ ২০১৯ বিশ্বকাপেও তাঁকে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বভার সামলেছেন৷ এছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী মডেলিংও করছেন৷ ২০১৪ মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছন তিনি৷ সঞ্জনা এম টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্পিলটসভিলাতেও অংশ নিয়েছেন৷ ২০১৩ তে সঞ্জনা ফেমিনা মিস গর্জাস পুরস্কার পান৷
advertisement

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে সঞ্জনা নিজের হবু বর বুমরাহের সাক্ষাৎকার নিচ্ছেন৷ এদিকে সঞ্জনার আগেও বুমরাহের সঙ্গে নাম জড়িয়েছে অন্য মহিলার৷ তেলেগু ছবির অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের সঙ্গে তাঁর গুপচুপ সম্পর্কের কথা শোনা গিয়েছিল৷ অনুপমা কয়েকদিন আগেও গুজরাতে গিয়েছিলেন৷ তার ফলে বুমরাহের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে এরকম একটা সম্ভবনাও তৈরি হয়েছিল৷ কিন্তু অনুপমার মা সেই গসিপে জল ঢেলে দেন৷ তিনি জানিয়েছিলেন শ্যুটিংয়ের কারণে অনুপমা গুজরাতে গিয়েছিলেন৷ তিনি জানিয়ে দেন তাঁর মেয়ে বুমরাহকে বিয়ে করছেন না৷
advertisement

এদিকে অনুপমা -র নাম বুমরাহের পাত্রী তালিকা থেকে সরে যাওয়ার পর সঞ্জনার নাম সামনে আসে৷ সঞ্জনা আইপিএলের সময় কেকেআর ডায়ারিজ নামে শো করতেন , ২০১৬ তেও তিনি কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন আর নাইট ক্লাব নামের শো হোস্ট করতেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2021 12:13 PM IST