‘এই’ সুন্দরীকেই বিয়ে! এই গসিপের মধ্যেই হবু বউয়ের সঙ্গে জসপ্রীত বুমরাহের ভিডিও ভাইরাল

Last Updated:

জেনে নিন বুমরাহের হবু বউয়ের সমস্ত ঠিকুজি-কুষ্ঠি, রয়েছে কলকাতার সঙ্গে জবরদস্ত কানেকশন৷

#মুম্বই:  ভারতীয় ক্রিকেটের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ব্যক্তিগত কারণে ইংল্যান্ড সফর থেকে অব্যহতি চেয়েছেন৷ বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে  (India vs England) -র পর থেকে ছুটিতে৷ তিনি পঞ্চম টেস্ট খেলেলেননি খেলবেন না টি টোয়েন্টি ম্যাচে৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ি ব্যক্তিগত কারণটি হচ্ছে জসপ্রীত বুমরাহ বিয়ে করতে চলেছেন৷ সূত্রের খবর অনুযায়ি পাত্রী হচ্ছে স্পোর্টস সঞ্চালিকা সঞ্জনা গণেশন (Sanjana Ganeshan)৷ এই জুটিরই বিয়ে হওয়ার গসিপ (gossip) বসন্তের আকাশ বাতাসে৷
বুমরাহ ও সঞ্জনা বিয়ের খবরের মধ্যেই একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল (Viral Video)  হয়েছে৷  আর এই ভিডিওতে সকলেই তাঁদের বিয়ে হওয়ার আগেই অগ্রিম আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন৷
advertisement
advertisement
স্পোর্টস ওয়েবসাইট স্পোর্টস কীডা -র খবর অনুযায়ি সঞ্জনা আর জসপ্রীত বুমরাহের বিয়ে গোয়াতে হবে৷ সঞ্জনা আইপিএলের অ্যাঙ্করিং করে নজরে আসেন৷ ২০১৯ বিশ্বকাপেও তাঁকে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বভার সামলেছেন৷ এছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী  মডেলিংও করছেন৷ ২০১৪ মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছন তিনি৷ সঞ্জনা এম টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্পিলটসভিলাতেও অংশ নিয়েছেন৷ ২০১৩ তে সঞ্জনা ফেমিনা মিস গর্জাস পুরস্কার পান৷
advertisement
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে সঞ্জনা নিজের হবু বর বুমরাহের সাক্ষাৎকার নিচ্ছেন৷ এদিকে সঞ্জনার আগেও বুমরাহের সঙ্গে নাম জড়িয়েছে অন্য মহিলার৷ তেলেগু ছবির অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের সঙ্গে তাঁর গুপচুপ সম্পর্কের কথা শোনা গিয়েছিল৷ অনুপমা কয়েকদিন আগেও গুজরাতে গিয়েছিলেন৷ তার ফলে বুমরাহের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে এরকম একটা সম্ভবনাও তৈরি হয়েছিল৷ কিন্তু অনুপমার মা সেই গসিপে জল ঢেলে দেন৷ তিনি জানিয়েছিলেন শ্যুটিংয়ের কারণে অনুপমা গুজরাতে গিয়েছিলেন৷ তিনি জানিয়ে দেন তাঁর মেয়ে বুমরাহকে বিয়ে করছেন না৷
advertisement
এদিকে অনুপমা -র নাম বুমরাহের পাত্রী তালিকা থেকে সরে যাওয়ার পর সঞ্জনার নাম সামনে আসে৷ সঞ্জনা আইপিএলের সময় কেকেআর ডায়ারিজ নামে শো করতেন , ২০১৬ তেও তিনি কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন আর নাইট ক্লাব নামের শো হোস্ট করতেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/ক্রিকেট/
‘এই’ সুন্দরীকেই বিয়ে! এই গসিপের মধ্যেই হবু বউয়ের সঙ্গে জসপ্রীত বুমরাহের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement