বয়ফ্রেন্ডের ছবি দেখে মুগ্ধ হলেন প্রেমিকা! কেএল রাহুলকে যা লিখলেন আথিয়া শেঠি

Last Updated:

এঁরা কি এখনও প্রেম করছেন না!!!

#নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলছে৷ কেএল রাহুল এরই মধ্যে নিজের একটি আকর্ষণীয় ফটো পোস্ট করলেন৷ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে৷  একটি কালো স্টাইলিশ ট্রাউজার্স পরেছেন তিনি৷ কুল লুকে কেএল রাহুল৷ নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি ৷ আর ট্যাগলাইনে লিখেছেন, “Moonshine.”-অর্থাৎ মুনশাইন৷
তাঁর বন্ধুরা নিজেদের বন্ধুর শেয়ার করেছেন নিজেদের কমেন্ট৷ তাঁকে হ্যান্ডসাম লুকে দেখে একেবারে ফিদা তাঁর বান্ধবী৷ কেএল রাহুলের বান্ধবী ভাগ্য যথেষ্ট জোরালো৷ এই মুহূর্তে তাঁর প্রেম চলছে নাকি সুনীল শেঠিরমেয়ে আথিয়া শেঠির সঙ্গে৷ তাই বান্ধবী তথা প্রেমিকা -র কমেন্টটিও নজর কেড়েছে সকলের৷ তিনি হার্ট আই -ইমোশন (heart-eyed emoticon)দিয়েছেন৷
View this post on Instagram

A post shared by KL Rahul👑 (@rahulkl)

advertisement
advertisement
রাহুল ও আথিয়াকে একাধিকবার জনসমক্ষে একসঙ্গে দেখা গিয়েছে৷ তাঁরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও একসঙ্গে যান৷ তাছাড়াও খাওয়াদাওয়া করেন এবং সিনেমা দেখতে যান৷ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে অপরকে জন্মদিনের শুভেচ্ছা জানান৷ তাঁরা অফিসিয়ালি অবশ্য নিজেদের প্রেমের খবর জানাননি৷ তাই ফ্যানদের মধ্যে গসিপ, গসিপ আবহটা আরও বজায় থাকে৷ তবুও তাঁরা একে অপরকে ডেট করেছেন এই খবর মানতে নারাজ রাহুল-আথিয়া৷
advertisement
সামনেই আছে আইপিএলের (IPL) মরশুম৷ রাহুল এবার পাঞ্জাব কিংস (Punjab Kings) দলের নেতৃত্ব দেবেন৷ যা আগে নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব৷ ফ্রাঞ্চাইজি নিজেদের মরশুম শুরু করবেন৷ রাজস্থান রয়্যালসের খেলা এপ্রিল ১২ তারিখ৷ আইপিএল গভর্নিং কাউন্সিল রবিবার আইপিএলের ক্রীড়াসূচি জানিয়েছে৷ এপ্রিলের ৯ তারিখ হবে খেলা শুরু৷
advertisement
তাঁদের মরশুম শুরু হবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে৷ মুম্বইতে তাঁদের প্রথম খেলা৷ এরপর তারা খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আর দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে ১৮ এপ্রিল খেলবে৷
টি টোয়েন্টি সিরিজ খেলা হবে মার্চের ১২, ১৪, ১৬, ১৮, ২০ তারিখ আহমেদাবাদে৷ এছাড়া ভারতের তিনটি একদিনের ম্যাচ খেলা হবে ২৩, ২৬ ও ২৮ তারিখ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বয়ফ্রেন্ডের ছবি দেখে মুগ্ধ হলেন প্রেমিকা! কেএল রাহুলকে যা লিখলেন আথিয়া শেঠি
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement