বয়ফ্রেন্ডের ছবি দেখে মুগ্ধ হলেন প্রেমিকা! কেএল রাহুলকে যা লিখলেন আথিয়া শেঠি

Last Updated:

এঁরা কি এখনও প্রেম করছেন না!!!

#নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলছে৷ কেএল রাহুল এরই মধ্যে নিজের একটি আকর্ষণীয় ফটো পোস্ট করলেন৷ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে৷  একটি কালো স্টাইলিশ ট্রাউজার্স পরেছেন তিনি৷ কুল লুকে কেএল রাহুল৷ নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি ৷ আর ট্যাগলাইনে লিখেছেন, “Moonshine.”-অর্থাৎ মুনশাইন৷
তাঁর বন্ধুরা নিজেদের বন্ধুর শেয়ার করেছেন নিজেদের কমেন্ট৷ তাঁকে হ্যান্ডসাম লুকে দেখে একেবারে ফিদা তাঁর বান্ধবী৷ কেএল রাহুলের বান্ধবী ভাগ্য যথেষ্ট জোরালো৷ এই মুহূর্তে তাঁর প্রেম চলছে নাকি সুনীল শেঠিরমেয়ে আথিয়া শেঠির সঙ্গে৷ তাই বান্ধবী তথা প্রেমিকা -র কমেন্টটিও নজর কেড়েছে সকলের৷ তিনি হার্ট আই -ইমোশন (heart-eyed emoticon)দিয়েছেন৷
View this post on Instagram

A post shared by KL Rahul👑 (@rahulkl)

advertisement
advertisement
রাহুল ও আথিয়াকে একাধিকবার জনসমক্ষে একসঙ্গে দেখা গিয়েছে৷ তাঁরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও একসঙ্গে যান৷ তাছাড়াও খাওয়াদাওয়া করেন এবং সিনেমা দেখতে যান৷ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে অপরকে জন্মদিনের শুভেচ্ছা জানান৷ তাঁরা অফিসিয়ালি অবশ্য নিজেদের প্রেমের খবর জানাননি৷ তাই ফ্যানদের মধ্যে গসিপ, গসিপ আবহটা আরও বজায় থাকে৷ তবুও তাঁরা একে অপরকে ডেট করেছেন এই খবর মানতে নারাজ রাহুল-আথিয়া৷
advertisement
সামনেই আছে আইপিএলের (IPL) মরশুম৷ রাহুল এবার পাঞ্জাব কিংস (Punjab Kings) দলের নেতৃত্ব দেবেন৷ যা আগে নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব৷ ফ্রাঞ্চাইজি নিজেদের মরশুম শুরু করবেন৷ রাজস্থান রয়্যালসের খেলা এপ্রিল ১২ তারিখ৷ আইপিএল গভর্নিং কাউন্সিল রবিবার আইপিএলের ক্রীড়াসূচি জানিয়েছে৷ এপ্রিলের ৯ তারিখ হবে খেলা শুরু৷
advertisement
তাঁদের মরশুম শুরু হবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে৷ মুম্বইতে তাঁদের প্রথম খেলা৷ এরপর তারা খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আর দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে ১৮ এপ্রিল খেলবে৷
টি টোয়েন্টি সিরিজ খেলা হবে মার্চের ১২, ১৪, ১৬, ১৮, ২০ তারিখ আহমেদাবাদে৷ এছাড়া ভারতের তিনটি একদিনের ম্যাচ খেলা হবে ২৩, ২৬ ও ২৮ তারিখ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বয়ফ্রেন্ডের ছবি দেখে মুগ্ধ হলেন প্রেমিকা! কেএল রাহুলকে যা লিখলেন আথিয়া শেঠি
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement