সন্তানের জন্মের আগে দু-দুবার গর্ভপাত হয়েছে অভিনেত্রীর, ক্রিকেটার স্বামী ছিলেন সবসময় পাশে

Last Updated:

প্রথমবার যখন তাঁর গর্ভপাত হয়, তখন স্বামী পাশে ছিলেন না৷ খবর পেয়ে তিনি চলে আসেন৷

#মুম্বই: সন্তান জন্মের পর মুখ খুললেন অভিনেত্রী৷ স্পষ্ট জানিয়ে দিলেন যে এর আগে দু’বার মিসক্যারেজ বা গর্ভপাত হয়েছিল তাঁর৷ তাই তিনি খুবই ভীত ছিলেন৷ তবে সবকিছু স্বাভাবিক ভাবে হয়ে যাওয়ার পর এবার তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দিলেন৷ তিনি বললেন যে গর্ভপাত হলেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই৷ মন খারাপ হতে নিশ্চিত, তবে তা কাটিয়ে ফের সন্তান ধারণের জন্য চেষ্টা করতে হবে৷ এভাবে যারা ফ্যামিলি প্ল্যনিং করছেন, তাঁদের কাছে নিজের অভিজ্ঞতা তুলে ধরলেন হরভজন সিং-এর (Harbhajan Singh wife Geeta Basra) স্ত্রী, অভিনেত্রী গীতা বসরা ( Actress Geeta Basra)৷
কিছুদিন আগেই জন্ম নিয়েছে হরভজন-গীতার ছেবে জোভান৷ তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে৷ তার নাম হিনায়া৷ হিনায়ার পর দ্বিতীয় সন্তানের চেষ্টা করছিলেন হরভজন ও গীতা৷ তখন পরপর গীতার গর্ভপাত হয়৷ তিনি খুবই মর্মাহত হন৷ গত দু’বছর খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল আমার৷ তবে নিজেকে ভেঙে পড়তে দিনি কোনওভাবে৷ মিসক্যারেজের পর একজন মহিলার শরীরে নানা রকমের সমস্যা দেখা যায়৷ বিশেষ করে তাঁর শরীরে কিছু হরমোনের মাত্রা বাড়ে এবং কমে৷ যার জেরে মানসিক স্বাস্থ্যের উপর চাপ পড়ে৷ এগুলো কাটিয়ে স্বাভাবিক জীবনযাপন অত্যন্ত সমস্যার হয়ে পড়ে৷ তবে আমি নিজেকে নানাভাবে সামলেছিলাম৷ বলছেন হরভজন পত্নী৷
advertisement
advertisement
advertisement
প্রথমবার যখন তাঁর গর্ভপাত হয়, তখন স্বামী পাশে ছিলেন না৷ খবর পেয়ে তিনি চলে আসেন৷ তবে দ্বিতীয়বার লকডাউনের সময় গর্ভপাত হওয়ায় স্ত্রী গীতার সঙ্গেই ছিলেন হরভজন৷ এরপর গীতা চলে আসেন তাঁর শ্বশুরবাড়ি৷ সেখানে আরও একবার গর্ভবতী হন গীতা৷ প্রথম কয়েক মাস তিনি পুরোপুরি বিশ্রামে থাকেন৷ তারপর চিকিৎসকের পরামর্শ মতো তিনি যোগব্যায়াম শুরু করে৷ শেষের দিকে তিনি নিয়মিত হাঁটতেনও৷ এরপর ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি৷ ১০ জুলাই জন্ম হয় হরভজন সিং ও গীতা বসরার পুত্র জোভন ভির সিং প্লাহার৷ সোশ্যাল মিডিয়ায় সে খবর জানান তারকা দম্পতি৷ এবং সকলকে ধন্যবাদ জানান তাঁরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সন্তানের জন্মের আগে দু-দুবার গর্ভপাত হয়েছে অভিনেত্রীর, ক্রিকেটার স্বামী ছিলেন সবসময় পাশে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement