Buzz is: Deepika Padukone on wedding shopping spree with mom and sister in Bangalore?
দীপিকা রণবীর নাকী এখন বেঙ্গালুরুতে বিয়ের কেনাকাটায় ব্যস্ত!
representative image
শোনা যাচ্ছে, নায়িকা নাকী এখন বেঙ্গালুরুতে, তাঁর হবু বর রণবীর সিং-এর সঙ্গে বিয়ের কেনাকাটা করতে ব্যস্ত। সঙ্গে রয়েছেন মা ও বোন আনিষাও। বিশ্বস্ত সূত্রের খবর, এখন নাকী প্রধাণত গয়নাই কিনছেন তাঁরা।
#বেঙ্গালুরু:বিশাল ভরদ্বাজের পরিচালনায়, ইরফান খানের সঙ্গে দীপিকার আগামী ছবির শুটিং শুরু হতে এখনও দেরী আছে। তাই, আপাতত, বেশ খানিকটা ফাঁকা সময় রয়েছে সুন্দরীর হাতে! এই সময়টার পুরোপুরি সদব্যবহার করছেন 'পিকু'স্টার। শোনা যাচ্ছে, নায়িকা নাকী এখন বেঙ্গালুরুতে, তাঁর হবু বর রণবীর সিং-এর সঙ্গে বিয়ের কেনাকাটা করতে ব্যস্ত। সঙ্গে রয়েছেন মা ও বোন আনিষাও। বিশ্বস্ত সূত্রের খবর, এখন নাকী প্রধাণত গয়নাই কিনছেন তাঁরা।আরও পড়ুন-
বহুদিন ধরেই দীপিকা আর রণবীরের বিয়ে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কিছুদিন আগে এমন খবরও ছড়ায়, বেঙ্গালুরু থেকে নাকী দীপিকার মা-বাবা মুম্বই এসেছিলেন, রণবীর-এর মা-বাবার সঙ্গে বিয়ের পাকা কথা বলতে। ঠিক করে ফেলেছেন বিয়ের তারিখও। কথা ছিল, এ'বছর জানুয়ারিতে দীপিকার জন্মদিনেই নাকী এনগেজমেন্ট সেরে ফেলবেন কপোত কপোতী।আরও পড়ুন-
কিছুদিন আগেই, দীপিকা-রণবীরে এক ফ্যান বোমা ফাটালেন। ফোটোশপে ছবি এডিট করে তৈরি করলেন দীপিকা-রণবীরের বিয়ের লুক ৷ আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল !
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।