শহিদকে বিয়ে না করলে কাকে ডেট করতেন মীরা?
Last Updated:
তাঁদের সম্পর্কের রসায়ন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ৷ বলিউডের মোস্ট রোম্যান্টিক কাপলদের তালিকাতেও তাঁরাই লাইম লাইটে ৷ আর কেউ নয়, কথা হচ্ছে শাহিদ কাপূর ও মীরা রাজপুতকে নিয়ে ৷ কিন্তু সেই দম্পতির মুখেই এমন কথা!
#মুম্বই: তাঁদের সম্পর্কের রসায়ন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ৷ বলিউডের মোস্ট রোম্যান্টিক কাপলদের তালিকাতেও তাঁরাই লাইম লাইটে ৷ আর কেউ নয়, কথা হচ্ছে শাহিদ কাপূর ও মীরা রাজপুতকে নিয়ে ৷ কিন্তু সেই দম্পতির মুখেই এমন কথা!
হ্যাঁ, মীরার ডেট করার কথা এ বার নিজের মুখে স্বীকার করলেন খোদ শাহিদ ৷ বিয়ে না করলে নাকি সেই ব্যাক্তির সঙ্গেই ডেট করতেন মীরা, সম্প্রতি এমন কথাই জানালেন শাহিদ ৷
‘ভোগ’ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন শাহিদ-মীরা ৷ সেখানে ছিলেন নেহা ধুপিয়াও ৷ সাক্ষাৎকারের সময় নেহা ধুপিয়া মীরাকে প্রশ্ন করেন, বিয়ে না হলে তিনি কাকে ডেট করতেন? কিন্তু মীরা উত্তর দেওয়ার আগেই চটজলদি এই প্রশ্নের উত্তর দেন শাহিদ ৷
advertisement
advertisement
আন্দাজ করতে পারছেন সেই ব্যক্তি কে? শাহিদ কাপূর নিজেই জানিয়েছেন তিনি দিল্লির বাসিন্দা ৷ এখনও বুঝতে পারলেন না? তা হলে বলেই দেওয়া যাক ৷ তিনি আর কেউ নন, সিদ্ধার্থ মালহোত্র ৷
Location :
First Published :
March 23, 2018 6:21 PM IST