Happy Birthday: সিনেমায় তাঁকে নাচানো হয়নি, ‘কমরিয়া’ গানে জমিয়ে নাচ শ্রদ্ধা-র, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শ্রদ্ধা কাপুরের লাস্য, তারওপর অফশোল্ডারে অপরূপা সঙ্গে কমরিয়া ডান্স...
#মুম্বই: বলিউড (Bollywood) অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) -এর বিশেষ দিন৷ পায়ে পায়ে বয়স হল ৩৪ (Happy Birthday Shraddha Kapoor) ৷ শ্রদ্ধা কাপুরের জন্মদিন ৩ মার্চ ১৯৮৭ ৷ তিনি মুম্বইতে শক্তি কাপুরের বাড়িতে জন্মেছিলেন৷ ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসা শ্রদ্ধা ১১ বছরের মধ্যে নিজেকে তৈরি করে নিয়েছিলেন৷ এখন তিনি বহু মানুষের একেবারে মনের ও চোখের একবার মনিকোঠায় জায়গা করে নিয়েছে৷ পরিবার ও বন্ধুদের সঙ্গে মলদ্বীপে (Maldives) জন্মদিন পালন করছেন৷
সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে ৷ তাতে তিনি দুর্দান্ত নাচ করেছেন৷
advertisement
advertisement
শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) এই মুহূর্তে প্রিয়াঙ্কা শর্মা (Priyaank Sharma), আর শাজা মোরানি (Shaza Morani) -র প্রি ওয়েডিং ফাংশনে মলদ্বীপে রয়েছেন তিনি৷ শ্রদ্ধার জন্মদিনের পার্টিতে ২ মার্চ রাতেই শুরু হয়ে যায়৷ ভাইরাল ভয়ানি -নিজের জনপ্রিয় ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করেছেন৷ তিনি ‘স্ত্রী’-র জনপ্রিয় গান কমরিয়া (Kamariya) -তে নাচ করেছিলেন৷ স্ত্রী সিনেমায় তিনি অভিনয় করলেও এই আইটেম নম্বরে তিনি নাচ করেননি ৷ নাচটা করেছিলেন নোরা ফতেহি৷ কিন্তু এবার তিনি জমিয়ে নাচটা করলেন৷
advertisement
ভিডিওতে শ্রদ্ধা কাপুর শুধু নাচেননি৷ প্রিয়াঙ্কা- শজা মোরনিও জোরদার ঠুমকা লাগাচ্ছিলেন৷ ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, ‘শ্রদ্ধা কাপুরের জন্য সেরা জন্মদিন, কারণ মলদ্বীপে তিনি নিজের পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটাচ্ছেন৷ ’ তাঁর ভিডিও অসম্ভব ভাইরাল হয়েছে৷ ফ্যানরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়া হয়েছে৷
শ্রদ্ধা কাপুর নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিন পাত্তি ছবি দিয়ে৷ শ্রদ্ধা কাপুর ফিল্মে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছিলেন৷ এরপর তিনি প্রথম লিড অভিনেত্রী হিসেবে ‘লভ কা দি এন্ড’- ছবিতে কাজ করেছিলেন৷ ফিল্ম বক্স অফিসে ভালো যায়নি৷ এরপর আশিকি ২, মিলি , এক ভিলেন, সাহো, ছিছোরে ছবিতেও অভিনয় করেছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2021 11:09 AM IST