Happy Birthday: সিনেমায় তাঁকে নাচানো হয়নি, ‘কমরিয়া’ গানে জমিয়ে নাচ শ্রদ্ধা-র, ভাইরাল ভিডিও

Last Updated:

শ্রদ্ধা কাপুরের লাস্য, তারওপর অফশোল্ডারে অপরূপা সঙ্গে কমরিয়া ডান্স...

#মুম্বই: বলিউড (Bollywood) অভিনেত্রী শ্রদ্ধা কাপুর  (Shraddha Kapoor) -এর বিশেষ দিন৷ পায়ে পায়ে বয়স হল ৩৪ (Happy Birthday Shraddha Kapoor) ৷  শ্রদ্ধা কাপুরের জন্মদিন ৩ মার্চ ১৯৮৭ ৷ তিনি মুম্বইতে শক্তি কাপুরের বাড়িতে জন্মেছিলেন৷ ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসা শ্রদ্ধা ১১ বছরের মধ্যে নিজেকে তৈরি করে নিয়েছিলেন৷ এখন তিনি বহু মানুষের একেবারে মনের ও চোখের একবার মনিকোঠায় জায়গা করে নিয়েছে৷ পরিবার ও বন্ধুদের সঙ্গে মলদ্বীপে (Maldives)  জন্মদিন পালন করছেন৷
সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল  (Viral Video) হয়েছে ৷ তাতে তিনি দুর্দান্ত নাচ করেছেন৷
advertisement
advertisement
শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) এই মুহূর্তে প্রিয়াঙ্কা শর্মা  (Priyaank Sharma), আর শাজা মোরানি  (Shaza Morani)  -র প্রি ওয়েডিং ফাংশনে মলদ্বীপে রয়েছেন তিনি৷ শ্রদ্ধার জন্মদিনের পার্টিতে ২ মার্চ রাতেই শুরু হয়ে যায়৷ ভাইরাল ভয়ানি -নিজের জনপ্রিয় ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করেছেন৷ তিনি ‘স্ত্রী’-র জনপ্রিয় গান কমরিয়া (Kamariya) -তে নাচ করেছিলেন৷ স্ত্রী সিনেমায় তিনি অভিনয় করলেও এই আইটেম নম্বরে তিনি নাচ করেননি ৷ নাচটা করেছিলেন নোরা ফতেহি৷ কিন্তু এবার তিনি জমিয়ে নাচটা করলেন৷
advertisement
ভিডিওতে শ্রদ্ধা কাপুর শুধু নাচেননি৷ প্রিয়াঙ্কা- শজা মোরনিও জোরদার ঠুমকা লাগাচ্ছিলেন৷ ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, ‘শ্রদ্ধা কাপুরের জন্য সেরা জন্মদিন, কারণ মলদ্বীপে তিনি নিজের পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটাচ্ছেন৷ ’ তাঁর ভিডিও অসম্ভব ভাইরাল হয়েছে৷ ফ্যানরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়া হয়েছে৷
শ্রদ্ধা কাপুর নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিন পাত্তি ছবি দিয়ে৷ শ্রদ্ধা কাপুর ফিল্মে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছিলেন৷ এরপর তিনি প্রথম লিড অভিনেত্রী হিসেবে ‘লভ কা দি এন্ড’- ছবিতে কাজ করেছিলেন৷ ফিল্ম বক্স অফিসে ভালো যায়নি৷ এরপর আশিকি ২, মিলি , এক ভিলেন, সাহো, ছিছোরে ছবিতেও অভিনয় করেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday: সিনেমায় তাঁকে নাচানো হয়নি, ‘কমরিয়া’ গানে জমিয়ে নাচ শ্রদ্ধা-র, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement