মাথায় বন্দুক ধরে তো আর কাজ করায়নি! পর্নোগ্রাফি ব্যবসায় রাজ কুন্দ্রার হয়ে সওয়াল করছেন রাখি!

Last Updated:

কেউ যা করার কথা ভাবেন না, রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) সেটা করে দেখান। এক্ষেত্রেও তাই হয়েছে।

#মুম্বই: সম্প্রতি অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার (Shilpa Shetty Kundra) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে আছে। বলিউডে পর্ন ছবি শুট করে সেগুলো একটি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজকে। খানাতল্লাশি হয়েছে রাজ ও শিল্পার সমুদ্রের ধারের বিলাসবহুল বাংলোয়। এখন পর্যন্ত এই কাণ্ডে শিল্পার ভূমিকা ঠিক কতখানি সেই নিয়ে যথেষ্ট প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। যদিও তদন্তকারী অফিসারদের সামনেই স্বামীকে দোষারোপ করেছেন শিল্পা। এই কাণ্ডের জেরেই একটি রিয়েলিটি শোয়ের বিচারকের আসন থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। হাতছাড়া হয়েছে অনেকগুলো ব্র্যান্ডের বিজ্ঞাপন। বলিউডের কেউ কেউ শিল্পার সমর্থনে মুখ খুললেও, ইন্ডাস্ট্রির হেভি ওয়েট তারকারা রাজকে নিয়ে একটা শব্দও খরচ করেননি। তাঁরা যে এই লজ্জাজনক বিষয় থেকে নিজেদের সরিয়ে রাখতে চাইছেন সেটা বেশ স্পষ্ট।
তবে কেউ যা করার কথা ভাবেন না, রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) সেটা করে দেখান। এক্ষেত্রেও তাই হয়েছে। এই বিষয়ে রাখিকে সাংবাদিকরা প্রশ্ন করলে রাখি স্পষ্ট জানান যে রাজ একজন নামী ব্যবসায়ী এবং শিল্পার স্বামী বলেই তাঁকে এত কিছু সহ্য করতে হচ্ছে। স্বামী গ্রেফতার হয়েছে বলে শিল্পাকে কেন রিয়েলিটি শোয়ের বিচারকের আসন হারাতে হবে সেই প্রশ্নও তোলেন রাখি। মনের কথা যে কোনও পরিস্থিতিতে কোনও কিছুর তোয়াক্কা না করে বলে দেওয়ায় রাখির জুড়ি নেই। রাজের কেস এখনও বিচারাধীন। ফলে অনেকেই যেখানে এই নিয়ে কথা বলতে বা মন্তব্য করতে ভয় পাচ্ছেন সেখানে রাখি তাঁর মতাদর্শে অটল।
advertisement
রাজের এই পর্ন কাণ্ড সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে অনেক ছোট-বড় অভিনেত্রীই বলতে শুরু করেছেন যে তাঁদের নানা ভাবে টোপ দেখিয়ে বা অন্য কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পর্ন শুটিংয়ে বাধ্য করেছেন রাজ। আর এইখানেই ঘোরতর আপত্তি আছে রাখির। রাখির বক্তব্য হল এতদিন কেন এই অভিনেত্রীরা চুপ করে বসেছিলেন? তাছাড়া এই অভিনেত্রীরা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক, কেউ তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে পর্ন শুটিং করতে বলেনি, তাঁরা যা করেছেন নিজের ইচ্ছেতেই করেছেন, বলছেন রাখি। কে দোষী আর কে নিরপরাধ এই নিয়ে পূর্ণ তদন্তের দাবি করেছেন তাই বলিউডের আইটেম বম্ব!
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাথায় বন্দুক ধরে তো আর কাজ করায়নি! পর্নোগ্রাফি ব্যবসায় রাজ কুন্দ্রার হয়ে সওয়াল করছেন রাখি!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement