পরণে কাঁচুলি স্টাইলে শাড়ি, দুই হাতে ধরা লাঠি, সমুদ্রের ধারে লাস্যমাখা শরীরে Bollywood অভিনেত্রী কী করছেন, Viral Video

Last Updated:

শুধু ফেসবুকে ইতিমধ্যেই এই ভিডিও ১৩ লক্ষ ভিউ হয়েছে৷

#মুম্বই: অভিনেত্রী আদা শর্মা (Adah Sharma) সোশ্যাল মিডিয়ায় অসম্ভব পপুলার৷ তাঁর একাধিক সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল হ্যান্ডেল আছে৷ সেই সব হ্যান্ডেল নিজের ছবি, ফিড সবকিছুই পোস্ট করতে থাকেন৷ আর ফ্যানরাও অপেক্ষায় বসে থাকে সুন্দরী অভিনেত্রীর রূপের এক ঝলক দেখবে বলে৷ কোথাও তাঁর অপূর্ব রূপের প্রকাশ, কোথাও আবার তাঁর নানা স্কিলের প্রকাশ থাকে৷ অনেকক্ষেত্রেই সেই সব ভিডিও মোটিভেটও করে মানুষজনকে৷ সেই সব ভিডিও ও পোস্টে লেখা থাকে নানা চিত্তাকর্ষক ক্যাপশন৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সুন্দরী অভিনেত্রীর দেওয়া একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, সেখানে শাড়ি পরে দুই হাতে লাঠি ঘোরাচ্ছেন৷ আসলে এটা একধরণের মার্শাল আর্ট, যার নাম সিলামবাম (silambam)৷
আদা শর্মা ভারতীয় এই মার্শাল আর্টের অনুশীলন করছেন হলুদ শা়ড়িতে৷ চেনা ধরণে নয়, ধুতি স্টাইলে পরণে পরা শাড়ি৷ সমুদ্রের ধারে একেবারে ফাঁকাতে গভীর মনোসংযোগে অনুশীলন করছেন এই মার্শাল আর্ট৷ কিন্তু যদি ভাবেন এইখানেই শেষ তাহলে ভুল করেছেন৷ এই ভিডিও-র মজার এক পর্ব রয়েছে৷ দেখুন সেই ভিডিও৷
advertisement
এই মার্শাল আর্ট করার সময় হঠাৎই সি বিচে একদল পথ কুকুর চলে আসে৷ তারা আসায় নিজের হাতের লাঠিদুটো সরিয়ে রেখে একেবারে পশুপ্রেমে মাতেন সুন্দরী বলিউড অভিনেত্রী৷ তাঁদের একেবারে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তিনি৷ এই ভিডিও-র ক্যাপশনে তিনি লিখেছেন, “MondayMotivation – to make new friends (and then ditch your workout and hang with them)”- অর্থাৎ সোমবারের মোটিভেশন- নতুন বন্ধু করার জন্য (নিজের ওয়ার্কআউটকে বাদ দিন, তাদের সঙ্গে সময় কাটান)৷ সোশ্যাল মিডিয়ায় শুধু ফেসবুকে ইতিমধ্যেই এই ভিডিও ১৩ লক্ষ ভিউ হয়েছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরণে কাঁচুলি স্টাইলে শাড়ি, দুই হাতে ধরা লাঠি, সমুদ্রের ধারে লাস্যমাখা শরীরে Bollywood অভিনেত্রী কী করছেন, Viral Video
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement