পরণে কাঁচুলি স্টাইলে শাড়ি, দুই হাতে ধরা লাঠি, সমুদ্রের ধারে লাস্যমাখা শরীরে Bollywood অভিনেত্রী কী করছেন, Viral Video
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শুধু ফেসবুকে ইতিমধ্যেই এই ভিডিও ১৩ লক্ষ ভিউ হয়েছে৷
#মুম্বই: অভিনেত্রী আদা শর্মা (Adah Sharma) সোশ্যাল মিডিয়ায় অসম্ভব পপুলার৷ তাঁর একাধিক সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল হ্যান্ডেল আছে৷ সেই সব হ্যান্ডেল নিজের ছবি, ফিড সবকিছুই পোস্ট করতে থাকেন৷ আর ফ্যানরাও অপেক্ষায় বসে থাকে সুন্দরী অভিনেত্রীর রূপের এক ঝলক দেখবে বলে৷ কোথাও তাঁর অপূর্ব রূপের প্রকাশ, কোথাও আবার তাঁর নানা স্কিলের প্রকাশ থাকে৷ অনেকক্ষেত্রেই সেই সব ভিডিও মোটিভেটও করে মানুষজনকে৷ সেই সব ভিডিও ও পোস্টে লেখা থাকে নানা চিত্তাকর্ষক ক্যাপশন৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সুন্দরী অভিনেত্রীর দেওয়া একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, সেখানে শাড়ি পরে দুই হাতে লাঠি ঘোরাচ্ছেন৷ আসলে এটা একধরণের মার্শাল আর্ট, যার নাম সিলামবাম (silambam)৷
আদা শর্মা ভারতীয় এই মার্শাল আর্টের অনুশীলন করছেন হলুদ শা়ড়িতে৷ চেনা ধরণে নয়, ধুতি স্টাইলে পরণে পরা শাড়ি৷ সমুদ্রের ধারে একেবারে ফাঁকাতে গভীর মনোসংযোগে অনুশীলন করছেন এই মার্শাল আর্ট৷ কিন্তু যদি ভাবেন এইখানেই শেষ তাহলে ভুল করেছেন৷ এই ভিডিও-র মজার এক পর্ব রয়েছে৷ দেখুন সেই ভিডিও৷
advertisement
এই মার্শাল আর্ট করার সময় হঠাৎই সি বিচে একদল পথ কুকুর চলে আসে৷ তারা আসায় নিজের হাতের লাঠিদুটো সরিয়ে রেখে একেবারে পশুপ্রেমে মাতেন সুন্দরী বলিউড অভিনেত্রী৷ তাঁদের একেবারে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তিনি৷ এই ভিডিও-র ক্যাপশনে তিনি লিখেছেন, “MondayMotivation – to make new friends (and then ditch your workout and hang with them)”- অর্থাৎ সোমবারের মোটিভেশন- নতুন বন্ধু করার জন্য (নিজের ওয়ার্কআউটকে বাদ দিন, তাদের সঙ্গে সময় কাটান)৷ সোশ্যাল মিডিয়ায় শুধু ফেসবুকে ইতিমধ্যেই এই ভিডিও ১৩ লক্ষ ভিউ হয়েছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2021 8:09 AM IST