রণবীর কাপুরের করোনা! পরিবারের লোক বললেন, ‘হ্যাঁ ওঁর শরীর খারাপ’

Last Updated:

কী হল রণবীরের, কেমন আছেন আলিয়া?

#মুম্বই: কাপুর পরিবারে ফের একবার চিন্তার মেঘ৷ বলিউডের  (Bollywood) অভিনেতা রণবীর কাপুর  (Ranbir Kapoor) এই মুহূর্তে অসুস্থ৷ খবর পাওয়া গেছে রণবীরের মা নীতু কাপুর  (Neetu Kapoor) -এর পর করোনা আক্রান্ত হয়ে গেলেন৷ রণবীর এখন কোয়ারেন্টাইনে রয়েছেন ৷ পাশাপাশি তিনি বিশ্রাম নিচ্ছেন৷ রণবীরের শরীর খারাপের গসিপ (gossip) সামনে আসার পর এই পুরো ঘটনার থেকে  পর্দা সরালেন তাঁর কাকা রণধীর কাপুর (Randhir Kapoor)৷ তিনি নিজের মুখে স্বীকার করে নিয়েছেন রণবীর অসুস্থ হয়ে পড়েছেন৷
করোনা ভাইরাস  (Coronavirus) -র ওপর নিয়ন্ত্রণ করার জন্য কোভিড ১৯ ভ্যাকসিন (Covid-19) ইতিমধ্যেই বাজারে এসে গেছে৷ স্বাস্থ্যকর্মীদের পর এখন সাধারণ মানুষও করোনা ভ্যাকসিন লাগাচ্ছেন৷ কিন্তু এখনও নতুন নতুন করোনার কেস সামনে আসছে৷ খবর পাওয়া গেছে রণবীর কাপুরও করোনার বিরুদ্ধে লড়াই করছেন৷ পিঙ্কভিলায় প্রকাশিত খবর অনুযায়ি এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন রণবীর কাপুর৷
advertisement
রণবীর কাপুরের অসুস্থ হওয়া নিয়ে ়যখন তাঁর কাকা রণধীর কাপুরের সঙ্গে কথা হয় তখন তিনি জানান, ‘‘রণবীরের শরীর ঠিক নেই৷ কিন্তু এটা জানা নেই এটা কোভিড না অন্যকিছু৷ ’’ এছাড়া তিনি জুড়ে দিয়েছেন এই মুহূর্তে তিনি শহরে নেই৷
advertisement
এই খবর জানার পরেই ফ্যানদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে৷  যেহেতু এই মুহূ্র্তে আলিয়া ভাটকে নিয়েও তৈরি হয়েছে চিন্তা৷ পাশাপাশি চিন্তা থাকছে আয়ান মুখোপাধ্যায়কে৷ নিয়ে৷ কারণ সদ্য সদ্যই আয়ানের ছবি ব্রহ্মাস্ত্রের কাজ শেষ হয়েছে৷ আর ছবিতে একইসঙ্গে অভিনয় করেছেন রণবীর ও আলিয়া৷ সম্প্রতি তাঁরা মন্দিরে গিয়ে কালী মাতার আশিষ নিয়েছেন৷
advertisement
এর আগে রণবীরের মা অভিনেত্রী নীতু কাপুরও ‘জুগ জুগ জিও’-র শ্যুটিংয়ের সময় করোনা ভাইরাসের শিকার হন৷ এই সময় তিনি ছাড়াও অভিনেতা বরুণ ধাওয়ানও করোনা পজিটিভ হয়েছিলেন৷ এদিকে এঁরা ছাড়াও বলিউডের অমিতাভ বচ্চন. অভিষেক বচ্চন, অর্জুন কাপুর, মালাইকা অরোরা -র মতো একাধিক তারকা করোনা আক্রান্ত হন৷
কাজের বিষয়ের কথা যদি হয় তাহলে রণবীর ও আলিয়া একইসঙ্গে ব্রহ্মাস্ত্রে কাজ করছিলেন৷ এই ছবিতে অমিতাভ বচ্চনও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন৷ পরিচালক আয়ান মুখোপাধ্যায় জানিয়েছেন এই ছবিটি তিনটি অংশে ভাগ করে শ্যুট হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীর কাপুরের করোনা! পরিবারের লোক বললেন, ‘হ্যাঁ ওঁর শরীর খারাপ’
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement