হোম /খবর /বিনোদন /
Video| শ্যামলা শরীরে গাঢ় গোলাপি বিকিনি! ঝর্ণায় বিপাশার স্নান...

Video| শ্যামলা শরীরে গাঢ় গোলাপি বিকিনি! ঝর্ণায় বিপাশার স্নান...

বিপাশা বসু

বিপাশা বসু

স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন বিপাশা৷

  • Last Updated :
  • Share this:

#মালে: জলে ভিজছেন সুন্দরী৷ প্রাণ খুলে স্বল্পবাসে করছেন স্নান! আর সেই ভিডিও নিজেই ভাগ করছেন সোশ্যাল মিডিয়ায়৷ এই সুন্দরী হলেন বাং বিউটি বিপাশা বসু৷ উজ্জ্বল শ্যামলা রং বিপাশার৷ তাতে তিনি পরেছেন গাঢ় গোলাপি রঙের বিকিনি! দারুণ মানানসই এই কম্বিনেশনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বিপস! স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন বিপাশা৷

দীর্ঘদিন তিনিও ছিলেন গৃহবন্দি৷ বিপাশার লকডাউন ডায়েরি ভরে ছিল বাড়িতে শরীরচর্চা এবং পাশাপাশি ঘরোয়া কাজের অনেক ভিডিও৷ তারপর ধীরেধীরে দেশে করোনা পরিস্থিতি কিছুা স্বাভাবিক হতে এবং টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার পরপরই বহু তারকা দেশের বাইরে গিয়েছেন বেড়াতে৷ সেই তালিকায় রয়েছেন বিপাশা বসুও৷ স্বামীর সঙ্গে তিনি এখন দেশের বাইরে৷ গত বছর তাঁর ও করণের বিশেষ দিনগুলো কেটেছে ঘরেই৷ জন্মদিন থেকে বিবাহবার্ষিকী, সবই বাড়িতে বসে কাটিয়েছেন তাঁরা৷ বাড়িতেই হয়েছে সেলিব্রেশন৷ এমনকী নতুন বছরের শুরুর উদযাপনও হয়েছে বাড়িতে৷ ভ্যালেন্টাইনস ডেও কেটেছে মুম্বইয়ের ফ্ল্যাটে৷ বেশ কিছু সময় বিপাশা ছিলেন একা, কারণ সেই সময় করণ ছিলেন বাইরে, শ্যুটিং-এ ব্যস্ত৷ তাই সব বিশেষ দিনের উদযাপন হচ্ছে একসঙ্গে, মলদ্বীপে৷ প্রাণ খুলে আনন্দ করছেন দু’জনে৷

আরও পড়ুন "আমি সপ্তাহে ২৪ ঘণ্টা কিছুই খাই না!" ৬৪ বছর বয়সি অনিল কাপুরের রুটিন জানুন

বিয়ের সময় থেকেই তাঁদের এই প্রেমকে মাঙ্কি লাভ হিসেবে বলে এসেছেন বিপাশা৷ তাঁর ও করণের সব ছবিতে মাঙ্কি লাভ হ্যাশট্যাগও দেখা যায়৷ এবারও সেই মতো দেখা গেল সেই মিষ্টি প্রেমের গল্প৷ মলদ্বীপেও সেই মত মাঙ্কি লাভ দেখা গিয়েছে দম্পতির৷ খুবই সুন্দর এক রিসর্টে রয়েছেন বিপাশা-করণ৷ তাঁদের রিসর্টের লাগোয়া সমুদ্রে সময় কাটাতে দেখা গিয়েছে বিপাশাকে৷ সেখানে তিনি রিল্যাক্স করছেন৷ করণকে সঙ্গে নিয়ে করছেন স্পা৷ বিপাশা জানিয়েছেন যে, এক বছরের অপেক্ষার পর এই ভ্রমণ৷ তাই স্বাভাবিক ভাবেই এক বছরের সুদে আসলে সব মজা চেটেপুটে নিচ্ছেন বিপাশা-করণ৷ সেখানে দেখা গিয়েছে মনোরম আবহাওয়ায় সমুদ্রে নিজেকে ভাসিয়ে দিয়েছেন বিপস সুন্দরী!

Published by:Pooja Basu
First published:

Tags: Bipasha Basu, Maldives