Video| শ্যামলা শরীরে গাঢ় গোলাপি বিকিনি! ঝর্ণায় বিপাশার স্নান...

Last Updated:

স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন বিপাশা৷

#মালে: জলে ভিজছেন সুন্দরী৷ প্রাণ খুলে স্বল্পবাসে করছেন স্নান! আর সেই ভিডিও নিজেই ভাগ করছেন সোশ্যাল মিডিয়ায়৷ এই সুন্দরী হলেন বাং বিউটি বিপাশা বসু৷ উজ্জ্বল শ্যামলা রং বিপাশার৷ তাতে তিনি পরেছেন গাঢ় গোলাপি রঙের বিকিনি! দারুণ মানানসই এই কম্বিনেশনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বিপস! স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন বিপাশা৷
advertisement
advertisement
advertisement
দীর্ঘদিন তিনিও ছিলেন গৃহবন্দি৷ বিপাশার লকডাউন ডায়েরি ভরে ছিল বাড়িতে শরীরচর্চা এবং পাশাপাশি ঘরোয়া কাজের অনেক ভিডিও৷ তারপর ধীরেধীরে দেশে করোনা পরিস্থিতি কিছুা স্বাভাবিক হতে এবং টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার পরপরই বহু তারকা দেশের বাইরে গিয়েছেন বেড়াতে৷ সেই তালিকায় রয়েছেন বিপাশা বসুও৷ স্বামীর সঙ্গে তিনি এখন দেশের বাইরে৷ গত বছর তাঁর ও করণের বিশেষ দিনগুলো কেটেছে ঘরেই৷ জন্মদিন থেকে বিবাহবার্ষিকী, সবই বাড়িতে বসে কাটিয়েছেন তাঁরা৷ বাড়িতেই হয়েছে সেলিব্রেশন৷ এমনকী নতুন বছরের শুরুর উদযাপনও হয়েছে বাড়িতে৷ ভ্যালেন্টাইনস ডেও কেটেছে মুম্বইয়ের ফ্ল্যাটে৷ বেশ কিছু সময় বিপাশা ছিলেন একা, কারণ সেই সময় করণ ছিলেন বাইরে, শ্যুটিং-এ ব্যস্ত৷ তাই সব বিশেষ দিনের উদযাপন হচ্ছে একসঙ্গে, মলদ্বীপে৷ প্রাণ খুলে আনন্দ করছেন দু’জনে৷
advertisement
advertisement
advertisement
advertisement
বিয়ের সময় থেকেই তাঁদের এই প্রেমকে মাঙ্কি লাভ হিসেবে বলে এসেছেন বিপাশা৷ তাঁর ও করণের সব ছবিতে মাঙ্কি লাভ হ্যাশট্যাগও দেখা যায়৷ এবারও সেই মতো দেখা গেল সেই মিষ্টি প্রেমের গল্প৷ মলদ্বীপেও সেই মত মাঙ্কি লাভ দেখা গিয়েছে দম্পতির৷ খুবই সুন্দর এক রিসর্টে রয়েছেন বিপাশা-করণ৷ তাঁদের রিসর্টের লাগোয়া সমুদ্রে সময় কাটাতে দেখা গিয়েছে বিপাশাকে৷ সেখানে তিনি রিল্যাক্স করছেন৷ করণকে সঙ্গে নিয়ে করছেন স্পা৷ বিপাশা জানিয়েছেন যে, এক বছরের অপেক্ষার পর এই ভ্রমণ৷ তাই স্বাভাবিক ভাবেই এক বছরের সুদে আসলে সব মজা চেটেপুটে নিচ্ছেন বিপাশা-করণ৷ সেখানে দেখা গিয়েছে মনোরম আবহাওয়ায় সমুদ্রে নিজেকে ভাসিয়ে দিয়েছেন বিপস সুন্দরী!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Video| শ্যামলা শরীরে গাঢ় গোলাপি বিকিনি! ঝর্ণায় বিপাশার স্নান...
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement