Home /News /entertainment /
হাঁটুর বয়সি নায়িকার 'hot' ছবিতে কমেন্ট করতে ছাড়লেন না ৭০ পেরোনো বিগ বি! লিখলেন...

হাঁটুর বয়সি নায়িকার 'hot' ছবিতে কমেন্ট করতে ছাড়লেন না ৭০ পেরোনো বিগ বি! লিখলেন...

কৃতি শ্যানেনর ছবিতে বিগ বি-র কমেন্ট

কৃতি শ্যানেনর ছবিতে বিগ বি-র কমেন্ট

কৃতি বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে অন্যতম৷ বেশ ভাল কিছু ছবিতে তাঁর কাজে মুগ্ধ দর্শক৷

 • Share this:

  #মুম্বই: বিগ বি যতটা সিরিয়াস, ততটাই রসিক মানুষ৷ স্ক্রিনজুড় তাঁর মতো রোম্যান্স কম নায়কই করতে পারেন৷ তা যে যৌবনের সিলসিলায় হোক বা বয়সকালে বাগবান ছবি৷ সবেতেই যেন অমিতাভের রোম্যান্টিকতা সব বয়সি মেয়ের মন কাড়ে৷ এবার এমন ধরণের আচরণ তিনি তুলে ধরলেন নায়িকা কৃতি শ্যাননের সোশ্যাল মিডিয়া পোস্টে! ব্যাস শুরু হল বিগ বিকে নিয়ে আলোচনা৷

  কৃতি বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে অন্যতম৷ বেশ ভাল কিছু ছবিতে তাঁর কাজে মুগ্ধ দর্শক৷ সুন্দরী, বুদ্ধিমতী নায়িকা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়৷ মাঝেমধ্যেই দারুণ সুন্দর সব ছবি পোস্ট করে ভক্তদের মন কাড়েন৷ এবার তিনি এমন একটি ছবি দিলেন, যা এককথায় খুবই সাহসী বলা যায়৷ ডিপ নেক এবং হাই থাই স্লিট ড্রেসে কৃতিকে লাগছিল অনবদ্য৷ হাল্কা ভেজা চুলে, নিজের যৌন আবেদনে সকল পুরুষের মনে ঝড় তুলতে তৈরি কৃতি৷ তবে সেই পুরুষের দলে যে বিগ বি সামিল হবেন, তা কে জানত৷ কৃতি এই ছবিতে লেখেন, কেউ সালসা করতে চান? তার উত্তরে অভিনেত্রী পত্রলেখা বেশ কয়েকটি ইমোজি পোস্ট করেন৷ আর অমিতাভ বচ্চন লেখেন ওয়াও এবং তার সঙ্গে জুড়ে দেখন একটি হৃদয় আকারের ইমোজি৷ সকলের নজরে পড়ে সেটি৷ অর্থাৎ কৃতির এই ছবি অমিতাভেরও মন ছুঁয়ে গিয়েছে৷ কৃতি যেন এমন কমেন্টে বেশ লজ্জা পেয়েছেন৷ তাই অমিতাভকে উত্তরে তিনি শুধু জোড়া হাতের ইমোজি তুলে ধরেছেন৷ যার অর্থা দাঁড়ায় প্রণাম! সত্যিই তো ৭০ পেরোনো বিগ বি-র এমন কেমন্টের কী বা উত্তর দিতেন তিনি৷ একই সঙ্গে কৃতির প্রতি যে স্নেহ অমিতাভ দেখিয়েছেন, তাতে নায়িকা যেন খুবই আবেগতাড়িত৷ হবে নাই যা কেন, বলিউডের শেহনশাহের এমন প্রশংসা তো সকলের কপালে জোটে না৷

  আপাতত কৃতি কাজ শেষ করলেন বচ্চন পান্ডে ছবির৷ জয়সলমিরে ছিল শেষ কয়েকদিনের শ্যুট৷ এই ছবিতে অক্ষয়ের বিপরীতে তাঁকে দেখা যাবে৷ এছাড়াও আদিপুরুষ ছবিতে তাঁকে দেখা যাবে বাহুবলী খ্যাত নায়ক প্রভাসের বিপরীতে৷ আবারও টাইগার শ্রফের সঙ্গে শুরু হবে তাঁর নতুন কাজ৷ অন্যদিকে অমিতাভের ছবি ছেঁরে মুক্তির অপেক্ষায়৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Amitabh Bachchan, Bollywood, Kriti Sanon

  পরবর্তী খবর