Ameesha Patel Gadar 2: গদর ২-র পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক আমিশা! বলে দিলেন 'চ্যাট'-এর কথা, কী আছে তাতে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ameesha Patel Gadar 2: আমিশা জানান, এখনও বহু কলাকুশলীদের প্রাপ্য পারিশ্রমিক দেননি। এ বিষয়ে অভিনেত্রী ট্যুইট করলে তাঁকে সেটি মুছে দিতে অনুরোধ করেন অনিল।
কলকাতা: বলিউড থেকে প্রায় গায়েবই হয়ে গিয়েছিলেন। সেই আমিশা পটেল ফিরে এলেন ‘গদর ২’-এর হাত ধরে। আর প্রত্যাবর্তনেই সাফল্য। কিন্তু সেই ছবিরই পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী। একের পর এক অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে। এক সাক্ষাৎকারে আমিশা বলেছিলেন, ‘গদর ২’-এর তারা সিং এবং সাকিনা (সানি দেওল এবং আমিশা অভিনীত চরিত্র) যদি পর্যাপ্ত স্ক্রিন টাইম না পায়, তা হলে তিনি ছবিটি করবেন না।
আমিশার কথায়, “দিনের শেষে দর্শক তারা এবং সাকিনার টানে ছবিটি দেখতে আসছেন। দর্শক তারা এবং সাকিনার সঙ্গে একাত্মবোধ করে। ঠিক যেমন লিওলার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উইন্সলেটকে ছাড়া টাইটানিক সম্ভব নয়।”
অনিল এ প্রসঙ্গে বলেন, “ছবিটির শ্যুটিং চলাকালীন আমিশাজি অনেক কথাই বলেছেন। আমি সেই সম্পর্কে মন্তব্য করতে চাই না। আমি তাঁকে সম্মান করি এবং তা অব্যাহত থাকবে। সকিনা চরিত্রের জন্ম আমার হৃদয় থেকে, তাঁর নয়। আমি নিজেও জানি না গদর ৩-এ কী হবে। ওঁর ভাবা বা বলায় কী হবে? আমি খুশি যে তিনি গদরের সঙ্গে এতটা জড়িয়ে। আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই। উনি ভাল-খারাপ যা-ই বলুন, ওঁর ব্যাপার।”
advertisement
advertisement
আমিশা জানান, অনিলের সঙ্গে তাঁর সম্পর্ক কখনওই ভাল ছিল না। তবে পরিচালককে অভিনেত্রী তাঁর পরিবারের অংশ বলে মনে করেন। তাঁর দাবি, সাকিনার জন্ম অনিলের হৃদযয় থেকে নয়, লেখক শক্তিমান তলোয়ারের কলম থেকে। অমিশা এও দাবি করেন যে, অনিল প্রথমে তাঁকে শাকিনা চরিত্রে চাননি। সেই চরিত্রে তিনি চেয়েছিলেন মমতা কুলকার্নিকে। তারার চরিত্রে চেয়েছিলেন গোবিন্দাকে। জি স্টুডিও-র পক্ষ থেকে সানি এবং আমিশাকে সেই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়।
advertisement
এখানেই শেষ নয়। আমিশা জানান, এখনও বহু কলাকুশলীদের প্রাপ্য পারিশ্রমিক দেননি। এ বিষয়ে অভিনেত্রী ট্যুইট করলে তাঁকে সেটি মুছে দিতে অনুরোধ করেন অনিল। আমিশার কথায়, “আমার কাছে এখনও চ্যাট আছে। অনিলজি আমার বিজনেস পার্টনারকে অনুরোধ করেছিলেন ট্যুইটগুলি মুছে দিতে।” অনিলের অনুরোধে আমিশা ট্যুইটগুলো মুছেও দিয়েছিলেন। তিনি জানান, যে সব কলাকুশলীদের পারিশ্রমিক এখনও বাকি, তাঁদের সকলের চ্যাট আছে আমার কাছে। উনি (অনিল শর্মা) যে ভাবে প্রোডাকশন সামলেছেন, তা দেখে জি স্টুডিও হতবাক। তারাই সমস্যা সামলায়। জি স্টুডিও টিমের চ্যাটও আছে।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 5:38 PM IST