জলের মধ্যে সন্তানের জন্ম, প্রসবের ছবি শেয়ার করলেন কল্কি
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
প্রায় ১৭ ঘণ্টা ধরে প্রসব যন্ত্রণা সহ্য করার পর মেয়েকে জন্ম দেন কল্কি ৷
#মুম্বই: গত শুক্রবার ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিন৷ মেয়ের নাম রেখেছেন সাফো ৷ মেয়ের জন্ম দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কল্কি জানিয়ে ছিলেন, প্রায় ১৭ ঘণ্টা ধরে প্রসব যন্ত্রণা সহ্য করার পর মেয়েকে জন্ম দেন কল্কি ৷ শুধু তাই নয়, সন্তান প্রসবের সময় ওয়াটার থেরাপিকেই কাজে লাগিয়ে ছিলেন কল্কি ! আর এবার সেই সন্তানের প্রসবের ছবিই শেয়ার করলেন কল্কি কোয়েচলিন ৷
কল্কি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে একটি বড় জলের টাবে বসে আছেন তিনি ৷ একজন নার্স তাঁর হাতটি ধরে আছেন শক্ত করে ৷
এই ছবি শেয়ার করে কল্কি লিখেছেন, ‘এই অভিজ্ঞতা ভোলার নয় ৷ আমি তখন প্রসব যন্ত্রণায় ৷ আমার হাত শক্ত করে আমাকে সাহাস জুগিয়েছে নার্স সোনম ৷ ও যদি না থাকত হয়তো এ যন্ত্রণা সহ্য করতে পারতাম না ৷ এই ছবিতে আমার মুখটা আবছা...কারণ তখন আমি আমার সন্তানের জন্ম দিচ্ছি...’
advertisement
advertisement
দেখুন কল্কির শেয়ার করা সেই ছবি---
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 13, 2020 10:05 AM IST