রিসেপশনে কেমন সাজলেন রাজ-শুভশ্রী, দেখে নিন প্রথম ছবি
Last Updated:
চোখ এখন তাঁদেরই দিকে ৷ রিসেপশনের মঞ্চে এলেন রাজ-শুভশ্রী ৷ রাজের বাড়ি আরবানাতে বসেছে বৌভাতের জলসা ৷ ঝড়-বৃষ্টি সামলে একটু রাত করেই সকলের সামনে ধরা দিলেন ‘রাজশ্রী’ ৷
#কলকাতা: চোখ এখন তাঁদেরই দিকে ৷ রিসেপশনের মঞ্চে এলেন রাজ-শুভশ্রী ৷ রাজের বাড়ি আরবানাতে বসেছে বৌভাতের জলসা ৷ ঝড়-বৃষ্টি সামলে একটু রাত করেই সকলের সামনে ধরা দিলেন ‘রাজশ্রী’ ৷
আজ সকাল থেকেই আকাশের মুখ ছিল গোমরা ৷ দুপুর হতে না হতেই সন্ধ্যের মতো কালো হয়ে যায় শহর কলকাতা ৷ কিন্তু তখন ঝলমল করছে ‘রাজ-বাড়ি’ ৷ নববধূর আগমনে তখন আরবানাতে খুশির ঝলক ৷
নিয়ম আচার মেনে সকাল থেকেই চলেছে একের পর এক অনুষ্ঠান ৷ প্রথমে শ্বশুরবাড়িতে রান্না করেছেন নববধূ ৷ তারপর একে একে ভাত-কাপড় এবং বাড়ির গুরুজনদের ঘি-ভাত পরিবেশন ৷ এখন শেষ ঝলকের পালা ৷
advertisement
advertisement
সত্যিই ঝলক দিলেন নায়িকা-পরিচালক জুটি ৷ প্রথম দিনের অনুষ্ঠান থেকেই রুচিশীল, সাবেকি সাজে নজর কেড়েছেন দুই তারকা ৷ শেষ দিনেও তার ব্যতিক্রম হল না ৷
ডার্ক বেজ কালারের জমকালো লেহেঙ্গায় ছিমছাম সাজলেন শুভশ্রী ৷ নায়িকার বরাবরের পছন্দের ডিজাইনার সব্যসাচী মুখ্যোপাধ্যায়ের এক্সক্লুসিভ কালেকশনে দুর্দান্ত লাগছিল তাঁকে ৷ অন্যদিকে কালো বন্ধগলা শেরওয়ানি পরলেন রাজ চক্রবর্তী ৷ বিয়ের দিন সেজেছিলেন রাজ বন্দ্যোপাধ্যায়ের পঞ্জাবিতে ৷ আজ পরলেন সুরভি পানসারির পোশাক ৷ তবে নায়িকা কিন্তু দু’দিনই বেছে নিয়েছেন সব্যসাচীর কালেকশন ৷
advertisement
Location :
First Published :
May 13, 2018 9:17 PM IST