ভাত-কাপড় নিয়েই স্বামীকে প্রণাম শুভশ্রীর, কী করলেন রাজ?

Last Updated:

দক্ষিণ কলকাতায় রাজের বিলাশবহুল আরবানায় তখন হৈ হৈ, রৈ রৈ ৷ কালরাত্রি কাটিয়ে বৌভাতের সকাল ৷ নববধূর আগমনে একদিকে খুশির জোয়ার, অন্যদিকে দুপুরে বৌভাত আর ভাত-কাপড়ের অনুষ্ঠানের প্রস্তুতি ৷

#কলকাতা: দক্ষিণ কলকাতায় রাজের বিলাশবহুল আরবানায় তখন হৈ হৈ, রৈ রৈ ৷ কালরাত্রি কাটিয়ে বৌভাতের সকাল ৷ নববধূর আগমনে একদিকে খুশির জোয়ার, অন্যদিকে দুপুরে বৌভাত আর ভাত-কাপড়ের অনুষ্ঠানের প্রস্তুতি ৷ সকাল থেকেই মেতে উঠেছে ‘রাজ-পরিবার’ ৷ আচার নিয়ম মেনে সকালে শ্বশুরবাড়ির সকলের জন্য রান্না করেছেন শুভশ্রী ৷ সেই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ লালপেড়ে সাদা শাড়িতে সাধারণ আটপৌরে বাঙালি বউয়ের মতো নায়িকার সেই লুকও হট ফেভারিট হয়ে উঠেছে ফ্যানদের কাছে ৷
রান্নাবান্নার পর ভাত-কাপড়ের পালা ৷ রীতি অনুযায়ী ওই অনুষ্ঠানে স্ত্রীর হাতে ভাত-কাপড়ের সাজানো থালা তুলে দেন স্বামী ৷
advertisement

Cutest Couple Forever @subhashreeganguly_real @rajchoco SnR

A post shared by Subhashree Ganguly FC Howrah (@subhashreegangulyfanclubhowrah) on

advertisement
সেই আচার মেনেই নববধূ শুভশ্রীর হাতে ভাত-কাপড়ের থালা দেন রাজ ৷ এরপরেই বাড়ির গুরুজনদের নির্দেশে রাজকে প্রণাম করতে যান শুভশ্রী ৷ কিন্তু প্রথমবার তাঁকে হাত দিয়ে থামিয়ে দেন রাজ ৷ সকলের জোড়াজুড়িতে আবারও প্রণাম করতে যান তিনি ৷ কিন্ত দ্বিতীয়বারও ব্যর্থ হন ৷ শেষ পর্যন্ত সকলের আবদারের সামনে নিমরাজি হয়ে যান পরিচালক মশাই ৷ গুরুজনদের নির্দেশ মেনে স্বামীকে প্রণাম করেন শুভশ্রীও ৷ এরপর সকলকে অবাক করে শুভশ্রীকেও প্রণাম করেন রাজ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভাত-কাপড় নিয়েই স্বামীকে প্রণাম শুভশ্রীর, কী করলেন রাজ?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement