শুভশ্রীর ভাত-কাপড়ের দায়িত্ব নিলেন রাজ, তবে শর্ত একটাই !

Last Updated:
#কলকাতা: বিয়ে, কালরাত্রি পেরিয়ে আজ রাজ-শুভশ্রীর বৌভাত। আজ রবিবার দুপুরে দক্ষিণ কলকাতায় রাজের বাড়ি আরবানাতে চলছে বৌভাতের অনুষ্ঠান ৷
বাওয়ালি রাজবাড়িতে রাজকীয় বিয়ের জাঁকজমক দেখেছে গোটা টলি টাউন। এবার আরবানাতে জৌলুসের পালা ৷ লাল তসর বেনারসীতে সেজেছেন ‘রাজ-বধূ’ ৷
আর বর সেজেছেন হালকা সবুজরঙা তসরের পাঞ্জাবিতে ৷
advertisement
বৌভাতের অনুষ্ঠানে জমাটি আসর চক্রবর্তী বাড়িতে ৷ রয়েছেন রাজের বাড়ির আত্মীয়-পরিজনেরা ৷ উপস্থিত গুটিকয়েক বন্ধু-বান্ধব ৷ একেবারে ঘরোয়া পরিবেশে চলছে এই অনুষ্ঠান ৷ আর পাঁচটা বিবাহিত বরের মতোই রাজ তাঁর স্ত্রীয়ের ভাত-কাপড়ের দায়িত্বটা নিয়েই নিলেন ৷
advertisement
তবে শুধু যে শুভশ্রীর দায়িত্ব রাজ নিয়েছেন তা কিন্তু নয় ৷ স্ত্রীয়ের পাশাপাশি তাঁর পরিবার, আত্মীয়-পরিজনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন রাজ চক্রবর্তী ৷
এখানেই শেষ নয়, শুভশ্রীর মেকআপ থেকে শুরু করে সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, পার্টি করার দায়িত্বওটা যে তাঁরই সেটাও নিজে মুখে জানিয়েছেন তিনি ৷
তবে শর্ত একটাই ৷ নতুন পরিবারের নতুন সম্পর্ক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ভাল রাখতে হবে সব্বাইকে ৷ সকলের খেয়াল রাখতে হবে শুভশ্রীকেও ৷ বরের দেওয়া এমন শর্ত অবশ্য হাসিমুখে মেনে নিয়েছেন নববধূ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুভশ্রীর ভাত-কাপড়ের দায়িত্ব নিলেন রাজ, তবে শর্ত একটাই !
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement