Mimi Chakraborty in Mimi: প্রকাশিত হল মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবিতে মিমি চক্রবর্তীর লুক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Mimi's look in the film Mini: 'মিনি'-তে সুন্দর বন্ধুত্ব দেখানো হয়েছে। বন্ধুত্ব সমবয়সীদের মধ্যেই হয়, এমনটাও সব সময় জরুরি নয়, সে কথাও বলে এই ছবি।
কলকাতা: প্রকাশিত হল 'মিনি' (Mini) ছবিতে সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) লুক। ছবিটি পরিচালনা করছেন মৈনাক ভৌমিক (Mainak Bhaumik)। অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী ও রাহুল ভঞ্জর প্রযোজনা সংস্থার ছবি 'মিনি'। ভিন্ন স্বাদের গল্প বলে এই ছবি।
'মিনি'-তে সুন্দর বন্ধুত্ব দেখানো হয়েছে। বন্ধুত্ব সমবয়সীদের মধ্যেই হয়, এমনটাও সব সময় জরুরি নয়, সে কথাও বলে এই ছবি। তরুণী তিতলি ও ছোট্ট মিনির বন্ধুত্বের গল্প বলে এই ছবি। 'মিনি'-র লুক টেস্ট হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শ্যুটিং। মিমি চক্রবর্তী, অয়ন্না চট্টোপাধ্যায় ছাড়াও ছবিতে রয়েছেন আরও অনেকে।
মৈনাক ভৌমিকের পরিচালনায় কাজ করতে চলেছেন মিমি চক্রবর্তী। মৈনাকের লেখা চিত্রনাট্যে অভিনয় করলেও, তাঁর পরিচালনায় এই প্রথম কাজ করবেন মিমি। ছবিটি একটি নারী কেন্দ্রিক ছবি। এই ছবিতে একেবারে অন্য রূপে, ভিন্ন অবতারে দেখা যাবে মিমিকে। নায়িকার লুক নিয়েও করা হয়েছে পরীক্ষা-নিরীক্ষা।
advertisement
advertisement
মিমির কথায়, ‘‘মৈনাকের সঙ্গে কাজ করতে আমি খুবই উৎসাহী। 'ক্রিসক্রস' ছবির সময় ওঁর সঙ্গে কথাবার্তা হয়েছিল। ছবির চিত্রনাট্য মৈনাকের লেখা। সেই সুবাদেই কথা হয়। এই লকডাউনে ওঁ আমার সঙ্গে যোগাযোগ করে। এই গোটা লকডাউনে এই একটাই ভাল জিনিস হয়েছে আমার সঙ্গে। আমাকে 'মিনি' ছবির কথা বলে মৈনাক। পুরো চিত্রনাট্য শোনায়নি। একটা আইডিয়া দেয়। আমার চরিত্রটা খুব পছন্দ হয়। একদম এই প্রজন্মের একটি মেয়ে। তবে শেকড় ভোলেনি। ও আত্মনির্ভর কিন্তু পরিবার খুব গুরুত্বপূর্ণ ওর কাছে। সমস্ত সম্পর্ককে দাম দেয় এই মেয়েটি। গল্পটা দারুণ। মৈনাক শুনেছি খুবই কুল থাকে সেটে, শ্যুটিং শুরু হওয়ার অপেক্ষা করছি।’’
advertisement

মিমি আরও বলেন, ‘‘আমি খুব ভাগ্যবান যে আমি কেরিয়ারের এই পর্যায় এসে এত ভাল চরিত্র, এত ভাল ছবি পাচ্ছি। 'মিনি'-র মতো নারীকেন্দ্রিক ছবি খুব কমই হয়।’’
মৈনাকের কথায়, ‘‘অবশেষে আমি আর মিমি একসঙ্গে কাজ করছি। এই ছবির বিষয়টা বোঝার জন্য একটা ম্যাচুরিটির দরকার আছে। মিমির মধ্যে সেটা ভরপুর। এই ছবির গল্পে মজা, আনন্দ, দুঃখ, বিরহ সমস্ত অনুভূতি রয়েছে।’’
advertisement
অরিন্দম শীলের ছবি 'খেলা যখন'-এর শ্যুটিং শেষ করেছেন মিমি। এবার মৈনাকের সঙ্গে 'মিনি'-র শ্যুটিং শুরু করবেন তিনি।
Arunima Dey
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2021 8:22 AM IST