Dil Bechara Review: সুশান্তের আবেগ নিয়েই ছবিটা দেখা হয়ে যায়, ছবিতেও পড়ে থাকে ‘আধখানা’ গল্প !

Last Updated:

সুশান্তের শেষ ছবি ও পরিচালক মুকেশ ছাবড়ার প্রথম ছবি ‘দিল বেচারা’ আসলে মন খারাপের গল্প ৷

#কলকাতা: কীভাবে এটা সম্ভব? কীভাবে একটা ছবির গল্প, বাস্তবের সঙ্গে মিলে যেতে পারে? কীভাবেই বা ২০১৮-২০১৯ ধরে শ্যুটিং চলা এই ছবি, ২০২০ সালের সুশান্তের মৃত্যুর সঙ্গে ‘কানেক্টেড’ ! হ্যাঁ, কানেক্টেড ! ‘দিল বেচারা’র ফিলোজফির সঙ্গে ৷ ছবির নায়ক-নায়িকা ইমানুয়াল রাজকুমার জুনিয়ার ও কিজি বসুর- বেঁচে থাকা ও  মৃত্যুর মাঝে সেতুর সঙ্গে যুক্ত ৷
সুশান্তের শেষ ছবি ও পরিচালক মুকেশ ছাবড়ার প্রথম ছবি ‘দিল বেচারা’ আসলে মন খারাপের গল্প ৷ মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়ে দুই ক্যানসারে আক্রান্ত মানুষের প্রেম, ইচ্ছে পূরণের গল্প ৷ যা কিনা ছবি শেষে ‘হাফডান’ ৷ ঠিক বাস্তবের সুশান্ত ৷
‘আমি অ্যাস্ট্রোনট ৷ নাসাতে যাব খুব শীঘ্রই !’ হ্যাঁ, এটা সুশান্তের মুখে, দিল বেচারার সংলাপ ৷ কিন্তু অবাক লাগে এটা তো বাস্তবেও চেয়েছিলেন সুশান্ত ! ‘আমি অনেক বড় বড় স্বপ্ন দেখি ৷ কিন্তু সেটা পূরণ হবে কিনা জানা নেই ! ’ এটাও দিল বেচারায় সুশান্তের মুখের সংলাপ ৷ দেখুন বাস্তবের সুশান্তের সঙ্গে কতটা মিল ৷ এরকমই তো বড় বড় স্বপ্ন দেখেছিলেন সুশান্ত ৷ কিনে ছিলেন চাঁদে জমি, ২০২৪ -এ যেতে চেয়েছিলেন চাঁদে ৷ কিন্তু হঠাৎই সব শেষ ! বাস্তবে দুম করে পরিণতি আসলেও, এই ছবিতে নিজের মৃত্যুকে ‘মাপতে’ পেরেছিলেন সুশান্ত ৷ তাই হয়তো স্বপ্ন পূরণের জন্য  ছুটছিলেন ৷ যা বাস্তবে পারলেন না হয়তো !
advertisement
advertisement
‘দিল বেচারা’ ছবির চিত্রনাট্য যতই মাঝারি মাপের, ছোটো-খাটো ভুলে ভরা হোক না কেন, সুশান্ত যে নেই, বাস্তবে তাঁর অভাবটাই সব খামতি ঢেকে দেয় ৷ গোটা ছবিটাই তাই আবেগে ডুব দিয়ে এক নিশ্বাসে দেখে ফেলা যায় ৷ কারণ, এই ছবিতে অন্য সব অভিনেতারা সুশান্তের ‘আবেগ’-এ ঢাকা পড়ে যায় ৷ তবুও সঞ্জনা চরিত্রে সঙ্গে মানানসই ৷ স্বস্তিকা ও শাশ্বত-র মতো ভাল অভিনেতারা শুধুই ছবিতে সুশান্তের ‘উজ্জ্বল ’ সাপোর্ট ৷
advertisement
কিজি বসু (সঞ্জনা সাংভি) আর ম্যানি (সুশান্ত) ৷ দুজনেই ভুগছেন ক্যানসারে ৷ হেল্প সেন্টারে দুজনের আলাপ, বন্ধুত্ব, প্রেম ৷ একটা আধখানা গানের পূরণ হওয়ার পিছনে ছুটছেন দু’জনে ৷ এই গান আসলে তাঁদের দুজনের আধখানা জীবনের রূপক ৷ এই জার্নিটা একটা ক্যামেরায় বন্দি করছিলেন ছবিতে সুশান্তের বন্ধু জেপি ৷ সেও ক্যানসারে আক্রান্ত হয়ে অন্ধ হয়ে যায় ৷ তবে শ্যুট থেমে থাকে না, চলতে থাকে ক্যামেরা বন্দি হওয়ার গল্প ৷ ঠিক বাস্তবের মতো সিনেমাতেও, ম্যানি ওরফে সুশান্তের মৃত্যুর পর পর্দায় ফুটে ওঠে ম্যানি অর্থাৎ সুশান্তের সেই ক্যামেরায় বন্দি গল্প ! যেখানে তিনি নায়ক, নায়িকা কিজি বসু ওরফে সঞ্জনা ! আর শেষের চিঠি ... এক থা রাজা এক থি রানি.. অউর খতম কাহানি ৷ ‘
advertisement
ছবির মান বিচারে ‘দিল বেচারা’ মাঝারি মাপের ছবি ৷ তবে সুশান্তের আবেগে ডুবে এই ছবি সব হিট-ফ্লপের উর্ধ্বে !
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dil Bechara Review: সুশান্তের আবেগ নিয়েই ছবিটা দেখা হয়ে যায়, ছবিতেও পড়ে থাকে ‘আধখানা’ গল্প !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement