Actor Death News: ক্যানসার কেড়ে নিল প্রাণ! শেষ রক্ষা হল না... শত শত ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন বহুল জনপ্রিয় অভিনেতা

Last Updated:

রজনীকান্ত, কমল হাসান, মোহনলাল, মামুট্টির মতো তামিল এবং মালয়ালাম তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। জে শশীকুমার এবং কে বালাচন্দরের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন।

News18
News18
চেন্নাই: প্রয়াত প্রবীণ তামিল ও মালায়ালাম অভিনেতা রবিকুমার মেনন। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ৭১ বছর বয়সী এই অভিনেতা ক্যানসার আক্রান্ত ছিলেন। শনিবার তাঁর মরদেহ চেন্নাইয়ের ভালাসরাভাক্কামে নিজ বাসভবনে আনা হবে।
রবিকুমারের ছেলে খবর নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে চেন্নাইয়ের ভেলাচেরিস্থ প্রশান্ত হাসপাতালে তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সপ্তাহান্তে চেন্নাইতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
advertisement
advertisement
রবিকুমার কেরালার ত্রিশুর জেলায় মালায়ালাম চলচ্চিত্র প্রযোজক কেএমকে মেনন এবং অভিনেত্রী ভারতী মেননের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি টেলিভিশন ছাড়াও অসংখ্য তামিল এবং মালয়ালাম চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রধান এবং পার্শ্ব চরিত্রে উভয় ভূমিকাতেই অভিনয় করেছেন তিনি। এর আগে ১৯৬৮ সালের মালায়ালাম চলচ্চিত্র লক্ষপ্রভুতে অভিনয় করেছিলেন। তবে ১৯৭৫ সালের উল্লাস যাত্রা চলচ্চিত্রের মাধ্যমে প্রধান চরিত্রে তাঁর অভিষেক ঘটে।
advertisement
রজনীকান্ত, কমল হাসান, মোহনলাল, মামুট্টির মতো তামিল এবং মালয়ালাম তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। জে শশীকুমার এবং কে বালাচন্দরের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Death News: ক্যানসার কেড়ে নিল প্রাণ! শেষ রক্ষা হল না... শত শত ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন বহুল জনপ্রিয় অভিনেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement