Venkatesh: স্কুলে পড়তে পড়তেই রুপোলি জগতে প্রবেশ, ভেঙ্কটেশের সঙ্গে জুটি বেঁধেই তেলুগু ইন্ডাস্ট্রিতে দিয়েছিলেন নিজের প্রথম হিট; চেনেন কি সেই সুন্দরী অভিনেত্রীকে?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আসলে এমন ১-২ জন অভিনেত্রী রয়েছেন, যাঁরা পড়াশোনা চালাতে চালাতেই রুপোলি জগতের কাজ সমান তালে সামলাচ্ছেন। এদিকে অনেকেই হয়তো জানেন না যে, তেলুগু অভিনেতা ভেঙ্কি মামা এমন এক অভিনেত্রীর সঙ্গে হিট দিয়েছিলেন, যিনি সেই সময় নিজের দশম শ্রেণীর পরীক্ষায় বসেছিলেন।
advertisement
advertisement
advertisement
আজও টিভিতে শোনা যায় এই হিট ছবির গান। এটা সত্যিই একটা ক্লাসিক অ্যালবাম। ভেঙ্কি মামার অভিনয়, বি গোপালের পরিচালনা, ইলাইয়ারাজার গান আর দিব্যার গ্ল্যামার ও সৌন্দর্য - সব মিলিয়ে সুপারহিট হয়েছিল এই ছবিটি। এখানেই শেষ নয়, মারকাটারি অ্যাকশন দৃশ্যও এই ছবিকে সাফল্য এনে দিয়েছিল। আর তা অচিরেই কালজয়ী হয়ে উঠেছিল।
advertisement
advertisement
তাহলে বলা যেতেই পারে যে, দশম শ্রেণীতে পড়তে পড়তেই নায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন দিব্যা। আর প্রথমেই দিয়েছিলেন হিট ছবি। এই ছবির পর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক তেলুগু ছবির অফার আসতে থাকে তাঁর সামনে। আর মাত্র এক বছরের ব্যবধানে দিব্যা অভিনয় করেছেন একাধিক ছবিতে। এর মধ্যে অন্যতম হল ‘অ্যাসেম্বলি রাউডি’, ‘রাউডি আল্লুড়ু’, ‘ধর্ম ক্ষেত্রম’, ‘চিত্তেম্মা মোগুড়ু’, ‘তোলি মোগুড়ু’ প্রভৃতি।
advertisement
যদিও এহেন প্রতিভাশালী, সম্ভাবনাময়ী এবং সুন্দরী অভিনেত্রী অকালেই ঝরে গিয়েছিলেন। মাত্র ১৯ বছর বয়সে ৬-তলার ঝুলবারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল দিব্যা ভারতীর। যদিও তাঁর এই অস্বাভাবিক মৃত্যুর কারণ আজও যেন রহস্য। মৃত্যুর আগে প্রায় ১২টি ছবিতে সাইন করেছিলেন অভিনেত্রী। এর মধ্যে দুটি ছবি আর সেট পর্যন্ত পৌঁছয়নি। তবে বাকি ছবিগুলির পরিচালকেরা অন্য অভিনেত্রী নিয়ে কাজ করেছেন।