শাড়ি! ভি-নেক ব্লাউজ! কথা বলছে চোখ! নতুন লুকে তাক লাগালেন জয়া

Last Updated:

Jaya Ahsan: এপার বাংলা থেকে ওপার বাংলার মানুষ অভিনেত্রীর অভিনয় থেকে ফ্যাশন, বা রূপে একেবারেই বুঁদ...

#কলকাতা: শাড়িতে চিরকালই নারী সুন্দরী। আর অভিনেত্রী জয় আহসানের শাড়িতে ফ্যাশনের কথা বললে তো যা বলা যায়, তাই কম। এপার বাংলা থেকে ওপার বাংলার মানুষ অভিনেত্রীর অভিনয় থেকে ফ্যাশন, বা রূপে একেবারেই বুঁদ। তিনি তাঁর চেয়েও কম বয়সী বেশ কয়েক অভিনেত্রীকে তাঁর রূপে গোল দিয়ে চলে যাবেন, তা নিয়ে কোনও সংশয়ই নেই। 'বিসর্জন', 'বিজয়া', 'রবিবার' বা 'বিনিসুঁতোয়'-এর মতো বেশ কিছু সিনেমায় তাঁর ভূমিকা কিছুতেই ভুলতে পারবেন না দর্শক। জয়ার ফ্যাশন কিন্তু একেবারেই অন্যদের থেকে আলাদা।
View this post on Instagram

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

advertisement
advertisement
জয়ার ফ্যাশন নিয়ে এক কথায় বিশ্লেষণ করতে হলে, বলা যায় তা বেশ সাহসী এবং পরীক্ষামূলক। শাড়ির সঙ্গে একটা লং জ্যাকেট জুড়ে ক্লাবিং করার কথা সহজেই কেউ ভেবে উঠতে পারে না। বাংলাদেশের অভিনেত্রীর ফ্যাশন অ্যাসথেটিক্স মর্ডার্ণ নারীর চেয়ে কোনও অংশে কম না।
View this post on Instagram

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

advertisement
জয়া আহসান হলেন টলিউড অভিনেত্রীদের মধ্যে একজন, যাঁর সুন্দর শাড়ির লুক প্রায়শই প্রধান জাতিগত ফ্যাশন মাপকাঠিগুলোকে সরিয়ে দেয়। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া টাইমলাইনে যে ছবিগুলি পোস্ট করেন, তাতে মনে হয় তাঁর বার্ধক্য বিপরীতে এগোচ্ছে।
advertisement
View this post on Instagram

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

advertisement
সম্প্রতি জয়া ফটোশুটের একটি সিরিজ শেয়ার করেছেন। গরম গোলাপী ব্লাউজ এবং নরম বেইজ শাড়িতে তাঁর লুককে অন্য মাত্রায় নিয়ে গেছে। শৈলী, ঐতিহ্য, অনুগ্রহ এবং ফ্যাশনের অত্যাশ্চর্য মিলন তাঁর ভক্তরা ভীষণ পছন্দ করেছেন। তিনি হট পিঙ্ক ভি-নেক কাট ব্লাউজে সমানভাবে সাহসী তিনি। যেটা সবার নজর কেড়েছে তা হল তাঁর ব্লাউজে ছোট সাদা কলকি প্রিন্ট।
advertisement
বাংলাদেশী সুন্দরীর ঐতিহ্যবাহী লুক দুই বাংলার মানুষকে আকর্ষণ করেছে। এটি ঐতিহ্যবাহী শাড়িগুলি পড়ে অভিনেত্রীর মহিমাতে নিছক জাদু রয়েছে বলা যায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাড়ি! ভি-নেক ব্লাউজ! কথা বলছে চোখ! নতুন লুকে তাক লাগালেন জয়া
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement