'এমন সব গালি দিয়েছেন, মুখে আনতে পারব না', মাইক টাইসন সম্পর্কে বিস্ফোরক বিজয়
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Vijay Deverakonda: তিনি আমাকে যা বলেছিলেন তা আমি মুখেও আনতে পারি না। তবে হ্যাঁ, আমি তাঁর সঙ্গে ভাল সময় কাটিয়েছি
#মুম্বই: বিজয় দেবেরাকোন্ডা। বর্তমানে ভারতীয় যুবতিদের কাছে ভীষণই পছন্দের এক নাম। অভিনেতা এখন তাঁর আসন্ন সিনেমা 'লাইগার'-এর প্রমোশনের জন্য প্রচারে রয়েছেন। ছবিটি ২৫অগাস্ট হলে মুক্তি পেয়েছে। সিনেমায় সহ-অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে মিলে প্রচার তুঙ্গে।
মাইক টাইসনের সঙ্গে সিনেমায় কাজ করেছেন তিনি। টাইসনের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন বিজয়। তিনি বলেন, "তিনি আমাকে অনেক গালাগালি করেছেন, যদিও ভালবেসেই, তবে ইংরেজিতে... তিনি আমাকে যা বলেছিলেন তা আমি মুখেও আনতে পারি না। তবে হ্যাঁ, আমি তাঁর সঙ্গে ভাল সময় কাটিয়েছি।"
advertisement
advertisement
টাইসন খেতে কী ভালবাসেন? কী গান পছন্দ করেন তিনি? ভারত সম্পর্কে তাঁর কী ধারণা? বিজয় দেবেরাকোন্ডা বলেন, "তিনি ভারতকে খাবার, সঙ্গীত এবং এখানকার মানুষের জন্য পছন্দ করেন। আসলে তিনি আমাদের জন্য ভারতীয় খাবার আনতে বলতেন যা তিনি ভীষণ পছন্দ করতেন। তবে হ্যাঁ, তিনি এখানকার ভিড়কে ভয় পান।"
সম্প্রতি ওটিট প্ল্যাটফর্মে 'লাইগার' সিনেমাটি আসবে, এমন চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি দেখানোর জন্য বিশাল টাকা ব্যয় করেছে সিনেমা সংস্থা। সেই টাকার অঙ্কটা এখনও জানা যায়নি। ওটিটিটে 'লাইগার' কবে দেখানো হবে, তাও জানা যায়নি এখনও।
advertisement
প্রসঙ্গত, একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বিজয়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি যদি শাহরুখ খানের কাছ থেকে একটি জিনিস চুরি করতে পারেন তবে তা কী হবে? এর উত্তরে তিনি বলেছিলেন যে এটি হবে এসআরকে-এর 'কিং' উপাধি। শাহরুখ বলিউডের কিং খান বা বাদশা নামে পরিচিত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2022 4:30 PM IST