Jhargram News: জঙ্গলমহলের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক, আচমকা হলটা কী? জানলে আঁতকে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Jhargram News: টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক জঙ্গলমহলের প্রত্যন্ত আদিবাসী গ্রামে গিয়ে নানান ধরনের নাচ যেমন সারপা, ভুয়াং বিষয়ে গবেষণা করার পাশাপাশি একটি তথ্যচিত্র করবেন এমনটাই জানা গিয়েছে।
ঝাড়গ্রাম: জঙ্গলমহলের গ্রামে গঞ্জে হঠাৎ টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক। কলকাতা ছেড়ে জঙ্গলমহলে তাদের আগমনের সূত্রপাত কী কারণে? কখনও ফাঁকা রাস্তার উপর বসে বই উল্টাচ্ছেন, আবার কখনও মেলায় গিয়ে আদিবাসীদের নানান কর্মকান্ডকে দেখছেন এক মনে। আপনার কৌতুহল জন্মাতেই পারে হচ্ছেটা কী? সারেগামাপা চ্যাম্পিয়ন শোভন গাঙ্গুলী ও অভিনেত্রী সোহিনী সরকার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে এসে কী করছেন, বা কেন আদিবাসীদের বিভিন্ন পরম্পরা নাচ, গান নিয়ে এত কৌতুহল প্রকাশ করেছেন কেন? জঙ্গলমহলের নানান লোকবাদ্য বিষয়েও নানান গবেষকদের কাছে তারা খোঁজ নিচ্ছে কিন্ত কেন?
বিশেষ সূত্র জানা যায়, শোভন গাঙ্গুলী সারেগামাপা চ্যাম্পিয়ন হওয়ার পর সঙ্গীত নিয়ে তিনি চর্চা করছেন। আর এখন তার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জঙ্গলমহলের বিভিন্ন লোকবাদ্য। ধামসা, মাদলের ছন্দের তাল লয়-সহ নানান বিষয়গুলি এসে প্রত্যক্ষ করার পাশাপাশি জঙ্গলমহলের আদিবাসীদের নানান ধরনের নাচ যেমন সারপা, ভুয়াং বিষয়ে গবেষণা করার পাশাপাশি একটি তথ্যচিত্র করবেন এমনটাই জানা গিয়েছে। আর এই গোটা বিষয়টি পরিচালনা করছেন অভিনেত্রী সায়নী সরকার।
advertisement
advertisement
এদিন হাতিমারার মেলায় গিয়ে আদিবাসীদের নানান নাচ, গানগুলি ক্যামেরাবন্দী করেন। বেলপাহাড়ি ট্যুরিজমের মুখপাত্র ও গবেষক বিধান দেবনাথ বলেন এনারা বেলপাহাড়ির শিমুলপাল অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে গিয়ে তাদের নানান ধরনের সংস্কৃতি ও লোকবাদ্য যন্ত্রগুলি নিয়ে খোঁজ নেন। সেগুলিকে কীভাবে বাজানো হয়, তার কি কি বৈশিষ্ট্য রয়েছে, সে বিষয়ে জানার পর তার ছবি তোলেন। মূলত জঙ্গলমহলের লোকবাদ্য ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান নিয়ে একটি তথ্যচিত্র তারা প্রকাশ করবেন।
advertisement
এর পাশাপাশি জঙ্গলমহলের হাতি মারার মেলায় গিয়ে আদিবাসীদের নানান আচার অনুষ্ঠানগুলিকে তারা ক্যামেরাবন্দি করেন। যদিও বিষয়টি নিয়ে তারা কোনও সঠিক তথ্য দিতে চাননি। স্থানীয় সূত্র মারফত বিষয়টি জানা যায়। জঙ্গলমহলের লোকবাদ্য নিয়ে এই প্রথম কোনও তথ্যচিত্র সংগঠিত হতে চলেছে শোভন ও সোহিনীর হাত ধরে।
advertisement
তন্ময় নন্দী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 7:25 PM IST