Elvish Yadav: চড় মেরে ফের বিতর্কে জড়ালেন এলভিশ যাদব; ভিডিও ভাইরাল হতেই আত্মপক্ষ সমর্থনে আসরে নামলেন বিগ বস ওটিটি তারকা
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Elvish Yadav: ফের বিতর্কে জড়ালেন ‘বিগ বস ওটিটি ২’ বিজয়ী এলভিশ যাদব। এবার চড় মারার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, রবিবার রাতে জয়পুরের একটি রেস্তোরাঁয় এক ব্যক্তিকে চড় মারেন এলভিশ।
ফের বিতর্কে জড়ালেন ‘বিগ বস ওটিটি ২’ বিজয়ী এলভিশ যাদব। এবার চড় মারার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, রবিবার রাতে জয়পুরের একটি রেস্তোরাঁয় এক ব্যক্তিকে চড় মারেন এলভিশ। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ ২৭ বছরে অভিনয় বহু সিনেমা সিরিয়ালে, আচমকাই কাজ, স্বামী সংসার ছেড়ে সন্ন্যাসিনী হয়ে যান মুম্বইয়ের জনপ্রিয় এই অভিনেত্রী
ভাইরাল ওই ভিডিও-য় দেখা গিয়েছে যে, রেস্তোরাঁর অন্যান্য অতিথিদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন এলভিশ যাদব। রেগে রীতিমতো আগুন হয়ে এক ব্য়ক্তিকে চড় কষিয়ে বসেন এলভিশ। এমনকী তাঁর উপরেও চড়াও হন। ওই ব্যক্তিও পাল্টা জবাব দেন। ফলে তাঁকে জবাব দিতে আবার ফিরে আসেন এলভিশ। এরপর বিগ বস তারকাকে থামান তাঁর বন্ধুরা। এমনকী তাঁকে বাইরেও নিয়ে যান। ট্যুইটারেই গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।
advertisement
That person was intentionally abusing Elvish’s mother. #ElvishYadav #ElvishArmy#ElvishYadav𓃵 pic.twitter.com/N5FzwyX9mf
— Elvish Army (Fan Account) (@elvisharmy) February 11, 2024
advertisement
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নিজের ওই কাণ্ডকে আড়াল করতে আত্মপক্ষ সমর্থনে একটি অডিও বিবৃতি জারি করেন এলভিশ। সেখানে তিনি দাবি করেন যে, তাঁকে উত্যক্ত করা হয়েছিল বলেই ওই ব্যক্তিকে চড় মেরে বসেন তিনি। একটি ভিডিও-য় এলভিশ বলেন, “দেখুন ভাই, বিষয়টা এই রকম যে, আমার লড়াই করার কোনও শখ নেই। আর কারও উপর হাত তোলারও শখ নেই। আমি নিজের চরকাতেই তেল দিই সব সময়। আমি সাধারণ ভাবেই থাকি। আর যাঁরা ছবি তোলার কথা বলেন, তাঁদের সঙ্গে আরাম করেই ছবি তুলি আমি। কিন্তু কেউ যদি পিছন থেকে মন্তব্য করেন, তাহলে আমি তাঁকে ছাড়ি না।”
advertisement
সেই সঙ্গে এলভিশ আরও বলেন যে, “আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে, আমাদের সঙ্গে পুলিশ এবং কম্যান্ডো থাকে। বিষয়টা এমন নয় যে, আমরা কোনও ভুল করেছি। এটা ব্যক্তিগত। তিনি আমায় ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছিলেন। আর তাই আমি গিয়ে তাঁকে চড় মেরে এসেছি। আমার কোনও অনুশোচনা নেই। আমি এরকমই। তিনি খারাপ মন্তব্য করেছেন, আর আমিও আমার মতো স্টাইলে তার জবাব দিয়েছি।”
advertisement
সাম্প্রতিক কালে অভিনেত্রী কুশা কপিলার বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এলভিশ যাদব। কুশাকে ‘সস্তার করিনা কাপুর’ বলে মন্তব্য করেন তিনি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় এলভিশকে ব্লক করে দেন কুশা। এমনটাই জানিয়েছেন খোদ অভিনেত্রী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2024 1:58 PM IST