Ditipriya Roy: 'আয় খুকু আয়' যাদের জন্য বানানো, তাদের ভাল লেগেছে, ব্যস, রানাকে তোপ দিতিপ্রিয়ার?

Last Updated:

Ditipriya Roy in Ay Khuku Ay: সবেমাত্র লন্ডন থেকে ফিরেছেন দিতিপ্রিয়া। এসকে মুভিজ-এর নতুন ছবির শ্যুটিং সেরে। সোমবারই বিভিন্ন প্রেক্ষাগৃহে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়ে এলেন 'খুকু'।

#কলকাতা: "চোখ ফেটে জল এসে গিয়েছে", "দুর্ধর্ষ", "দারুণ করেছ", নন্দনের জনসমুদ্রের মাঝে ভেসে ভেসে উঠছে শুভেচ্ছাবার্তা, ভালবাসা, প্রশংসা। তাঁদেরই মাঝে আনন্দ এবং জয়ের হাসি হেসে দাঁড়িয়ে টলিউডের তরুণী তারকা দিতিপ্রিয়া। বৃদ্ধা রানিমা এ বার 'খুকু' হিসেবেও মানুষের স্নেহ ভালবাসা কুড়োলেন। গত ১৭ জুন 'আয় খুকু আয়' মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম বার পর্দায় দিতিপ্রিয়া। বাবা-মেয়ের গল্প মন জয় করেছে সকলের।
সবেমাত্র লন্ডন থেকে ফিরেছেন দিতিপ্রিয়া। এসকে মুভিজ-এর নতুন ছবির শ্যুটিং সেরে। সোমবারই বিভিন্ন প্রেক্ষাগৃহে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়ে এলেন 'খুকু'।
advertisement
নিউজ18 বাংলাকে অভিনেত্রী বললেন, "যা শুনলাম, রবিবারও প্রচুর লোক হয়েছে প্রেক্ষাগৃহে৷ আজ তো সোমবার ছিল। নন্দনে গিয়েছিলাম। প্রায় হাউসফুল ছিল শো-টা। শেষ হওয়ার একটু আগে ঢুকেছিলাম। লোকের মাঝে বসতে চেয়েছিলাম। অনেক কষ্টে একটা সিট পেয়ে বসে পড়ি। মুখে মাস্ক পরা ছিল। তাই অনেক ক্ষণ কেউ চিনতে পারেননি। বেশ খানিক পরে এক জন বলে উঠলেন, " যে মেয়েটিকে পর্দায় দেখছি, সে কি আমার পাশে বসে রয়েছে?" এই ঘটনাটা আমার মনে থেকে যাবে চিরকাল।"
advertisement
কিন্তু এ দিনই সকালে প্রযোজক রানা সরকার ফেসবুকে একটি পোস্ট করে ছবিটিকে তুলোধনো করেছেন। সঙ্গে প্রসেনজিতকেও। যেখানে তিনি লিখেছেন, 'খুকু এল না। এত করে ডাকল তবু খোকা খুকুরা হলে এল না।
এত বার বললো পাশে দাঁড়ান পাশে দাঁড়ান তবু টিকিট কাউন্টারের সামনে কেউ দাঁড়ালো না। দুজন সুপারস্টারের উদ্যোগ, একজন স্টার নায়ক অন্য একজন প্রযোজক, একজন বিনিয়োগ করলেন লাভের আশা নিয়ে, অন্যজন মাথার চুল পর্যন্ত জলাঞ্জলি দিয়ে সর্বস্ব ত্যাগ করে বাংলা সিনেমাকে একা টেনে নিয়ে যাওয়ার শেষ চেষ্টা করলেন, তবুও খোকা খুকুরা হলে এল না। এভাবে কী করে চলবে বলুন তো? একজন তিরিশ বছর ধরে একা টানার পর যদি তার "আয় আয়" ডাকে আপনারা সাড়া না দেন তাহলে তো উনি ঠিকই বলে ছিলেন যে "ইন্ডাস্ট্রি শ্মশান হয়ে যাবে"... এখনও সময় আছে, আজ ও নেক্সট তিনদিন সব হল ভর্তি করে ওনার সিনেমাটিকে 'সুপারফ্লপ' তকমা থেকে বাঁচান...।
advertisement
কারও নাম না করেই দিতিপ্রিয়া বললেন, "কে কী বলছে, সে দিকে পাত্তা দিচ্ছি না। লোকে খারাপ বলবে, ভালও বলবে। সব নিয়েই চলতে হবে৷ তবে আমি দর্শকের কাছ থেকে এই প্রতিক্রিয়া পেয়ে খুব খুশি। তাঁরা যখন বলছিলেন, আমার অভিনয় দেখে চোখে জল এসেছে, এটা যে কোনও খারাপ মন্তব্যকে ছাপিয়ে যায়। যাদের জন্য ছবিটি বানানো, তাঁরা প্রশংসা করেছেন, এটুকুই চেয়েছিলাম। পেলামও।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ditipriya Roy: 'আয় খুকু আয়' যাদের জন্য বানানো, তাদের ভাল লেগেছে, ব্যস, রানাকে তোপ দিতিপ্রিয়ার?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement