Prosenjit Chatterjee-Jeet: মিশুকের বাবা হিসেবে নিজেকে কত নম্বর দিলেন প্রসেনজিৎ! জিতকেই বা কেমন বাবা বললেন তিনি?

Last Updated:

Prosenjit Chatterjee-Jeet: নিজে মুখেই জানালেন বাবা হিসেবে কেমন প্রসেনজিৎ! জিতকে কেন বেশি নম্বর দিলেন? জানুন

#কলকাতা: ১৭-ই জুন মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া অভিনীত ছবি 'আয় খুকু আয়।' ছবিতে বাবার চরিত্রে প্রসেনজিৎ। মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া। এই ছবিতে থাকছেন সৃজিত পত্নী মিথিলাও। বাবা মেয়ের অভাবের সংসার। কী ভাবে জীবনের লড়াই পেরিয়ে এগোবে বাবা মেয়ের গল্প সেটাই দেখার। ছবির প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন প্রসেনজিৎ। তাঁকে ছবির প্রচারে যেতে দেখা গিয়েছে চন্দন নগর। এভারেস্ট জয়ী পিয়ালি বসাকের বাড়িতেও হাজির হন তিনি। এই ছবির প্রযোজক টলিউডের আর এক সুপারস্টার জিৎ।
আজ এই ছবি নিয়ে কথা বলতে সোশ্যাল মিডিয়ায় লাইভ আসেন তাঁরা। সেখানে ছবি নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ বাবা হিসেবে নিজেকে কত নম্বর দিলেন জানেন? প্রসেনজিৎ-অর্পিতার ছেলে মিশুক এখন অনেকটাই বড়। হোস্টেলে থেকে পড়াশুনো করে। ছোট থেকেই ছেলের কাছের মানুষ প্রসেনজিৎ।
advertisement
কথায় কথায় তিনি বলেন, 'বাবা হিসেবে আমি নিজেকে ১০০-তে ৫০ দেব।" যা শুনে জিৎ বলেন কেন? তুমি তো ছেলের সব খেয়াল রাখো!" প্রসেনজিৎ বলেন, 'হ্যাঁ, তা রাখি। ও অনেক কিছুই ওর মাকে নয়, আমাকে খোলাখোলি বলতে পারে। এমনকি ওর জামা কাপড় এখনও আমিই কিনে দিই। মিশুক বলে, বাবা এটা তুমিই পছন্দ করে নিয়ে এসো। তাছাড়া যেহেতু হোস্টেলে থাকে, প্রতি তিন মাস পর সব কিছু পাল্টাতে হয় আমাকেই। কিন্তু তার পরেও আমি নিজেকে ৫০ দেব। কিছু নম্বর তো কাটা যাবেই। কাজের ব্যস্ততা, পরিবার সব মিলিয়ে বেশি নম্বর দেওয়া যায় না।" কিন্তু নিজেকে ৫০ দিলেও জিৎকে কিন্তু ১০০ তে ৮০ দিয়েছেন প্রসেনজিৎ।
advertisement
নিজের বাড়িতে অতিথিদের আপ্যায়ণ থেকে, ঘরের কোথায় কি আছে, সব কিছু নিজেই সামলান প্রসেনজিৎ। ভীষণ যত্ন করে পরিবার ও কাজকে আগলান এই অভিনেতা। সঙ্গে মিশুকের দায়িত্ব। সকলকে 'আয় খুকু আয়' দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে জিৎ কিন্তু বছরে তিন থেকে চার বার পরিবারের সঙ্গে বেড়াতে যান। কাজের বাইরে সবটা সময় দেন সংসারে। মেয়ে, স্ত্রী আর কাজ এটাই জিতের জীবন। কাজ না থাকলে সোজা বাড়ি। কোনও পার্টি বা সোশ্যাল গ্যাদারিংয়ে দেখা মেলা না তাঁর। দুই অভিনেতাই 'আয় খুকু আয়' নিয়ে বেশ উত্তেজিত। এখন দেখার বক্স অফিস কি বলে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prosenjit Chatterjee-Jeet: মিশুকের বাবা হিসেবে নিজেকে কত নম্বর দিলেন প্রসেনজিৎ! জিতকেই বা কেমন বাবা বললেন তিনি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement