Hero Alom: হিরো আলমের বেসুরো গানে অতিষ্ঠ বাংলাদেশ! গ্রেফতারের দাবিতে সোচ্চার দেশ!

Last Updated:

Hero Alom: বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে হিরো আলমের বেসুরো গান। রবীন্দ্রসঙ্গীত বিকৃতির দায়ে সংগঠনের পক্ষ থেকে তাঁকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

#ঢাকা: হিরো আলমকে নিশ্চয় চেনেন? বাংলাদেশের জনপ্রিয় সোশ্যাল স্টার তিনি। কেন কী কারণে হিরু আলম ভাইরাল, তা বলে বোঝানো মুশকিল। সে সব একমাত্র হিরো আলমের ভিডিও দেখলেই বোঝা যায়। উদ্ভট সব পোশাক পরে, নানা উদ্ভট কাণ্ড করাই তাঁর কাজ। আর সেই সব ভিডিও হুহু করে ভাইরাল হয়। কলকাতার স্যান্ডি সাহাও ভিডিও বানিয়ে ফেলেছেন হিরো আলমের সঙ্গে। কেউ কম যান না, কারও থেকে। নিজেকে কমেডিয়ান হিসেবেই প্রমাণ দেন হিরো আলম। কিন্তু মুশকিল হল কোনও ছবিতে কমেডিয়ান হিসেবে কাজ পান না তিনি। ইউটিউবে নানা কাণ্ডের ভিডিও বানান।
তবে আজকাল একটু অন্যদিকে ভাবছেন হিরো আলম। গান গাইতে শুরু করেছেন তিনি। ধেরে গলায়, নেই কোনও সুর গেয়ে চলেন, রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে প্রয়াত শিল্পী কেকের গান। বাদ যায় না হলিউডও! টাইটানিকের বাংলা ভার্সন বানিয়ে গেয়ে ফেলেছেন তিনি। আর সে সবে গানে হিরো আলম কী উচ্চারণ করছেন সেটাই বোঝা মুশকিল। এবার এসবের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন বাংলাদেশের ‘বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা’!
advertisement
advertisement
বহুদিন ধরেই হিরো আলমের গানের অত্যাচারে অতিষ্ঠ সোশ্যাল মাধ্যম থেকে বাংলাদেশের জনতা। বহু বার সোশ্যাল মাধ্যমে হিরো আলমের গান শেয়ার করে গ্রেফতার করার আবেদন জানিয়েছেন অনেকেই। ১৪ জুন মঙ্গলবার, বিকেল ৪টেয় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি এবং প্রযোজক-পরিচালক বিপ্লব শরিফ, সাধারণ সম্পাদক ও ধারাভাষ্যকার আরিফুল ইসলাম কাজল-সহ বহু বিশিষ্ট জনেরা।
advertisement
মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এত দিন হিরো আলমকে অন্যায় প্রশয় দিয়েছেন সবাই। তারই ফলশ্রুতি এই ধরনের বেসুরো গান। যা সে দেশের মানুষের আবেগ, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। রবীন্দ্রসঙ্গীত বিকৃতির দায়ে সংগঠনের পক্ষ থেকে তাঁকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। তবে এতে দমে যাবেন কী সোশ্যাল মিডিয়া স্টার হিরো আলম? এখন সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hero Alom: হিরো আলমের বেসুরো গানে অতিষ্ঠ বাংলাদেশ! গ্রেফতারের দাবিতে সোচ্চার দেশ!
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement