Nazrul Mancha: কেকে-র মৃত্যু দুর্ঘটনা! নজরুল মঞ্চে গান করতে আসছেন সুনিধি থেকে সোনু সকলেই! লম্বা তালিকা! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Nazrul Mancha: ফের বলিউডের গানে মাততে চলেছে নজরুল মঞ্চ! সুনিধি চৌহান, জুবিন থেকে শুরু করে সোনু নিগম সকলেই গান গাইবেন এই মঞ্চে! শিল্পীদের লম্বা তালিকা!
#কলকাতা: কলকাতার নজরুল মঞ্চেই শেষবারের মতো গান করেন গায়ক কেকে। এই মঞ্চে গানের অনুষ্ঠান শেষ করার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় গায়কের। সেদিন নজরুল মঞ্চে কাজ করছিল না এসি। আসন সংখ্যার অনেক বেশি লোক ঢুকে পড়েছিল। সব মিলিয়ে চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। নজরুল মঞ্চের এই পরিস্থিতিকেও কেকে-র মৃত্যুর জন্য দায়ী করেছেন অনেকেই। এর মাঝেই শোনা যাচ্ছিল বলিউড শিল্পীরা নাকি আর কলকাতায় গান গাইতে আসবেন না। শোনা গিয়েছিল সুনিধি চৌহান ও জুবিন নাকি গানের অনুষ্ঠান বাতিল করেছেন। কিন্তু এ খবর সত্যি নয়।
কেকে-র মৃত্যু একটা দুর্ঘটনা। বহু শিল্পীকেই এই রকম পরিস্থিতির মধ্যে আগেও নানা মঞ্চে পড়তে হয়েছে। এমনকি রূপম ইসলাম সোশ্যাল মাধ্যমে কমেন্ট করে বলেছিলেন, অনেক শোয়ের পরেই অসম্ভব ক্লান্ত লাগে। কী ভাবে আবার নিজেকে সুস্থ করে গান গাইতে হয়, সেটা তিনিই জানেন। কেকে-র মৃত্যুর কয়েকদিন পর নজরুল মঞ্চেই গান করেন অনুপম রায়। তবে মুম্বই-এর শিল্পীরা কলকাতা থেকে মুখ ফিরিয়ে নেননি। এক গুচ্ছ বলি গায়কেরা গান গাইতে আসছেন এই নজরুল মঞ্চেই।
advertisement
মুম্বইয়ের শিল্পীদের কলকাতায় এনে গানের অনুষ্ঠান প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে করছেন তোচন ঘোষ। তাঁর কথায়, বলিউডের শিল্পীরা কলকাতায় আসবেন না, এটা একেবারে মিথ্যে খবর। ১০ জুন জুবিন নটিয়াল ও সুনিধি চৌহানের কলকাতায় অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু সেদিন হল পাওয়া যায়নি বলে অনুষ্ঠানের ডেট পিছোতে হয়েছে। সুনিধি চৌহান কলকাতায় আসতে চাইছেন না, এই খবর একেবারেই গুজব।
advertisement
advertisement
আয়োজকরা জানিয়েছেন, নতুন কোনও শর্ত রাখেননি শিল্পীরা। শিল্পীদের আগে যা সুবিধা দেওয়া হত, এখনও তাই দেওয়া হবে। তবে অনুষ্ঠানের দিন আগে থেকেই অ্যাম্বুলেন্স ও ডাক্তারের ব্যবস্থা করা হবে। যাতে কেকে-র মতো ঘটনা আর না ঘটে। কলকাতায় মুম্বইয়ের শিল্পীদের লম্বা তালিকা রয়েছে। অমিত কুমার, সোনু নিগম,বাবুল সুপ্রিয়, পূর্ণিমা, বিনোদ রাঠৌরের মতো শিল্পীরা। আগামী ২৪,২৫,২৬ জুন এঁরা সেই নজরুল মঞ্চেই অনুষ্ঠান করতে আসবেন। কলকাতা শিল্পের শহর। এই শহর থেকে একটা দুর্ঘটনার জন্য শিল্পীরা মুখ ফিরিয়ে নেবেন, এমনটা কখনই হবে না।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2022 3:21 PM IST