Sandip Ray: অসুস্থ সন্দীপ রায়, ‘ফেলুদা’র শ্যুট বন্ধ করে তড়িঘড়ি কলকাতায় ফিরছেন পরিচালক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sandip Ray: দিন কয়েক আগে কলাকুশলীরা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখান থেকে বোঝা গিয়েছিল, তাঁরা শ্যুটিংয়ে যাচ্ছেন চেন্নাইয়ে। তারই মধ্যে সন্দীপ রায় অসুস্থ হওয়ায় খানিকটা কাজ ফেলে রেখেই চলে আসতে হল কলকাতায়।
কলকাতা: অসুস্থ পরিচালক সন্দীপ রায়। শ্যুটিং ছেড়ে ফিরে আসতে হচ্ছে কলকাতা। ফেলুদার ‘নয়নরহস্য’ চলছিল চেন্নাইতে। হঠাৎই স্বাস্থ্য সায় না দেওয়ায় শ্যুটিংয়ে বিরতি। আজই নিজের শহরে ফিরে আসছেন সত্যজিৎ-পুত্র। নিউজ18 বাংলাকে বিস্তারিত জানালেন সন্দীপজায়া ললিতা রায়।
নিউজ18 বাংলাকে ললিতা রায় জানালেন, ভাইরাল জ্বরে ভুগছেন সন্দীপ রায়। আজই তাঁরা কলকাতা ফিরে আসছেন। দু-তিন দিনের শ্যুটিং বাকি রয়েছে। কিন্তু শরীর খারাপ নিয়ে কাজ সেরে ফেলতে চান না তিনি। তাই পরে আবার চেন্নাই গিয়ে বাকিটুকু শেষ করা হবে বলেই জানালেন সন্দীপ রায়ের স্ত্রী।
advertisement
ললিতা রায় বলেন, ‘‘এই মুহূর্তে অনেক ভাল আছে আগের থেকে। তবে খুবই দুর্বল এখনও। সমস্ত মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। এটি কেবল ভাইরাল জ্বর। কিন্তু তাতে তো খুবই দুর্বলতা থাকে। দু’দিন ধরে চলছে এমন।’’
advertisement
আরও পড়ুন: এবার সন্দীপের ‘ফেলুদা’-তে ‘বাহুবলী’র অভিনেতা? ইন্দ্রনীলের সঙ্গে চরণদীপের পর্দা-টক্করের গুঞ্জন
‘হত্যাপুরী’র পর এবার ‘নয়ন রহস্য’। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের আরও একটি নতুন গল্পে প্রদোষ মিত্তিরের রূপে দেখা দেবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসে হবে আয়ূষ দাস এবং জটায়ুর চরিত্রে অভিজিৎ গুহ। ‘হত্যাপুরী’র কাস্ট নিয়েই কাজ শুরু হয়েছিল। সন্দীপের স্ত্রী ললিতা রায় এই ছবিতে পোশাকের দায়িত্বে রয়েছেন। সন্দীপের ছেলে সৌরদীপ তাঁর বাবার সহকারী পরিচালক হিসেবে কাজ করবেন বলে সূত্রের খবর।
advertisement
দিন কয়েক আগে কলাকুশলীরা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখান থেকে বোঝা গিয়েছিল, তাঁরা শ্যুটিংয়ে যাচ্ছেন চেন্নাইয়ে। তারই মধ্যে সন্দীপ রায় অসুস্থ হওয়ায় খানিকটা কাজ ফেলে রেখেই চলে আসতে হল কলকাতায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 1:48 PM IST