Sandip Ray: অসুস্থ সন্দীপ রায়, ‘ফেলুদা’র শ্যুট বন্ধ করে তড়িঘড়ি কলকাতায় ফিরছেন পরিচালক

Last Updated:

Sandip Ray: দিন কয়েক আগে কলাকুশলীরা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখান থেকে বোঝা গিয়েছিল, তাঁরা শ্যুটিংয়ে যাচ্ছেন চেন্নাইয়ে। তারই মধ্যে সন্দীপ রায় অসুস্থ হওয়ায় খানিকটা কাজ ফেলে রেখেই চলে আসতে হল কলকাতায়।

অসুস্থ সন্দীপ রায়
অসুস্থ সন্দীপ রায়
কলকাতা: অসুস্থ পরিচালক সন্দীপ রায়। শ্যুটিং ছেড়ে ফিরে আসতে হচ্ছে কলকাতা। ফেলুদার ‘নয়নরহস্য’ চলছিল চেন্নাইতে। হঠাৎই স্বাস্থ্য সায় না দেওয়ায় শ্যুটিংয়ে বিরতি। আজই নিজের শহরে ফিরে আসছেন সত্যজিৎ-পুত্র। নিউজ18 বাংলাকে বিস্তারিত জানালেন সন্দীপজায়া ললিতা রায়।
নিউজ18 বাংলাকে ললিতা রায় জানালেন, ভাইরাল জ্বরে ভুগছেন সন্দীপ রায়। আজই তাঁরা কলকাতা ফিরে আসছেন। দু-তিন দিনের শ্যুটিং বাকি রয়েছে। কিন্তু শরীর খারাপ নিয়ে কাজ সেরে ফেলতে চান না তিনি। তাই পরে আবার চেন্নাই গিয়ে বাকিটুকু শেষ করা হবে বলেই জানালেন সন্দীপ রায়ের স্ত্রী।
advertisement
ললিতা রায় বলেন, ‘‘এই মুহূর্তে অনেক ভাল আছে আগের থেকে। তবে খুবই দুর্বল এখনও। সমস্ত মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। এটি কেবল ভাইরাল জ্বর। কিন্তু তাতে তো খুবই দুর্বলতা থাকে। দু’দিন ধরে চলছে এমন।’’
advertisement
‘হত্যাপুরী’র পর এবার ‘নয়ন রহস্য’। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের আরও একটি নতুন গল্পে প্রদোষ মিত্তিরের রূপে দেখা দেবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসে হবে আয়ূষ দাস এবং জটায়ুর চরিত্রে অভিজিৎ গুহ। ‘হত্যাপুরী’র কাস্ট নিয়েই কাজ শুরু হয়েছিল। সন্দীপের স্ত্রী ললিতা রায় এই ছবিতে পোশাকের দায়িত্বে রয়েছেন। সন্দীপের ছেলে সৌরদীপ তাঁর বাবার সহকারী পরিচালক হিসেবে কাজ করবেন বলে সূত্রের খবর।
advertisement
দিন কয়েক আগে কলাকুশলীরা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখান থেকে বোঝা গিয়েছিল, তাঁরা শ্যুটিংয়ে যাচ্ছেন চেন্নাইয়ে। তারই মধ্যে সন্দীপ রায় অসুস্থ হওয়ায় খানিকটা কাজ ফেলে রেখেই চলে আসতে হল কলকাতায়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sandip Ray: অসুস্থ সন্দীপ রায়, ‘ফেলুদা’র শ্যুট বন্ধ করে তড়িঘড়ি কলকাতায় ফিরছেন পরিচালক
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement