Feluda-Bahubali : এবার সন্দীপের ‘ফেলুদা’-তে ‘বাহুবলী’র অভিনেতা? ইন্দ্রনীলের সঙ্গে চরণদীপের পর্দা-টক্করের গুঞ্জন

Last Updated:

Feluda-Bahubali : নয়নের চরিত্রে কাকে দেখতে পাবেন দর্শকেরা? সেই বিষয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন সন্দীপ রায়। সংবাদমাধ্যমের খবর, রহস্য রোমাঞ্চ সিরিজের শুরুতেই অভিনেতা নিয়ে আরও একটু রহস্য রাখতে চাইলেন পরিচালক।

'ফেলুদা'তে 'বাহুবলী'র অভিনেতা?
'ফেলুদা'তে 'বাহুবলী'র অভিনেতা?
কলকাতা: শুরু হল নতুন ‘ফেলুদা’র শ্যুটিং। পুরোদমে মাঠে নেমে পড়েছেন পরিচালক সন্দীপ রায়। ‘হত্যাপুরী’র পর এবার ‘নয়ন রহস্য’। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের আরও একটি নতুন গল্পে প্রদোষ মিত্তিরের রূপে দেখা দেবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসে হবে আয়ূষ দাস এবং জটায়ুর চরিত্রে অভিজিৎ গুহ। ‘হত্যাপুরী’র কাস্ট নিয়েই কাজ শুরু।
নয়নের চরিত্রে কাকে দেখতে পাবেন দর্শকেরা? সেই বিষয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন সন্দীপ রায়। সংবাদমাধ্যমের খবর, রহস্য রোমাঞ্চ সিরিজের শুরুতেই অভিনেতা নিয়ে আরও একটু রহস্য রাখতে চাইলেন পরিচালক। রহস্যের শেষ এখানেই নয়, এখনও পর্যন্ত ছবির মুক্তির দিনক্ষণ প্রকাশ করতে চাননি সত্যজিৎ-পুত্র।
advertisement
তবে এরই মধ্যে আর একটি গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায়। শোনা গিয়েছে, দক্ষিণী সুপারহিট ছবি ‘বাহুবলী’র অভিনেতা চরণদীপ সুরেননিকে এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে। কালকেয়র রাজার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁকে এবার ‘নয়ন রহস্য’ গল্পের একটি চরিত্রে ভাবা হয়েছে বলে সংবাদমাধ্যমের খবর। ছবিতে ‘দানব’ গাওয়াঙ্গির জন্য বিশালাকৃতির অভিনেতার প্রয়োজন বলে সম্ভবত তাঁকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে পরিচালকের তরফে শিলমোহর পড়েনি।
advertisement
সন্দীপের স্ত্রী ললিতা রায় এই ছবিতে পোশাকের দায়িত্বে রয়েছেন। সন্দীপের ছেলে সৌরদীপ তাঁর বাবার সহকারী পরিচালক হিসেবে কাজ করবেন বলে সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Feluda-Bahubali : এবার সন্দীপের ‘ফেলুদা’-তে ‘বাহুবলী’র অভিনেতা? ইন্দ্রনীলের সঙ্গে চরণদীপের পর্দা-টক্করের গুঞ্জন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement