Tollywood Cinema: এই প্রথমবার! বিধবা পাচারের মতো বিষয় নিয়ে আসছে 'সাদা রঙের পৃথিবী', রয়েছে বিরাট চমক

Last Updated:

Tollywood Cinema: রাজর্ষি দে পরিচালিত এই ছবিতে বাংলার ১৯ জন প্রথম সারির অভিনেতা রয়েছেন। গল্পটি বিধবা নারীদের দুর্দশা, তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং তাদের একটি বিধিনিষেধমূলক জীবনধারায় আবদ্ধ করে এমন বহু পুরনো প্রথা তুলে ধরবে এই ছবিতে ।

বিধবা পাচারের মতো বিষয় নিয়ে আসছে ‘সাদা রঙের পৃথিবী’। মুক্তি পেয়েছে ট্রেলার। আর ট্রেলার থেকে বেশ বোঝা যাচ্ছে যে এক অন্য ধারার ছবি আসতে চলেছে বক্স অফিসে।বিধবা পাচারের উপর  তৈরি এটি ভারতের প্রথম ফিল্ম, যা এখনও পর্যন্ত অন্য কোনও ভাষায় করা হয়নি। এটি বারাণসীর বিধবাদের বর্ণহীন জগতকে অন্বেষণ করে , যাদের জীবন তাঁদের পিসাদা শাড়ির মতো ব্লিচ হয়ে গেছে। কিন্তু আদিম বহিঃপ্রকাশ লুকিয়ে আছে অপরাধী মাস্টারমাইন্ডদের ছলনার মধ্যে। যারা তাদের এই কুমতলব লুকিয়ে রেখে এই হতভাগ্য নারীদের শোষণ করতে বেরিয়েছে।
ছবিটি অন্য দিকে মোড় নেয় যখন একজন তরুণ পুলিশ অফিসার আশ্রয় কেন্দ্রের তদন্ত করতে আসেন। কিন্তু সত্য উদঘাটনের সময় তিনি অদ্ভুত বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন যার সম্পর্কে তিনি আগে থেকে কিছুই জানতেন না। তিনি কি রাজনৈতিক চাপ এবং অন্যান্য হুমকি কাটিয়ে উঠতে সক্ষম হবেন লুকিয়ে থাকা মন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য?
advertisement
advertisement
রাজর্ষি দে পরিচালিত এই ছবিতে বাংলার ১৯ জন প্রথম সারির অভিনেতা রয়েছেন। গল্পটি বিধবা নারীদের দুর্দশা, তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং তাদের একটি বিধিনিষেধমূলক জীবনধারায় আবদ্ধ করে এমন বহু পুরনো প্রথা তুলে ধরবে এই ছবিতে । অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অরিন্দম শীল, ঋতুব্রত মুখোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সোহিনী গুহরায়, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, ঐন্দিলা বোস, অরুনাভ দে রায়, ঈশান মজুমদার, মোনালিসা , অনুরাধা চৌধুরী। তাহলে বেশ পরিষ্কার যে তারকা খচিত এক ছবি আসতে চলেছে এই ফেব্রুয়ারিতে। অতিথি হিসেবে রয়েছেন শুভ্রজিৎ মিত্র। সঙ্গীতে রয়েছেন আশু চক্রবর্তী।
advertisement
‘সাদা রঙের পৃথিবী’র শুটিং হয়েছে বেনারসে। কাশীর ঘাটের বিভিন্ন দৃশ্য উঠে আসবে এই ছবিতে। ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অনন্যা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে রয়েছে এক ধূসর ছায়া। যা ছবির ক্লাইম্যাক্স-এ মোড় ঘুরিয়ে দেবে। এছাড়াও অনেক নারী চরিত্র রয়েছে যা দর্শকদের চমকে দেবে।ছবিটি ২৩ ফেব্রুয়ারি, ২০২৪-এ সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Cinema: এই প্রথমবার! বিধবা পাচারের মতো বিষয় নিয়ে আসছে 'সাদা রঙের পৃথিবী', রয়েছে বিরাট চমক
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম, কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম, কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement